Monday, January 13, 2025
- Advertisement -

হাঁসখালি ধর্ষণকাণ্ডে তৃতীয় অভিযুক্ত রঞ্জিত মল্লিক সিবিআইয়ের জালে।

- Advertisement -

Tv20 Bangla:- হাঁসখালি নাবালিকা গণধর্ষণকাণ্ডে এবার সিবিআইয়ের জালে তৃতীয় অভিযুক্ত। মূল অভিযুক্ত সহেল ওয়ালি এবং প্রভাকর পদ্দারের পর রঞ্জিত মল্লিক কে গ্রেপ্তার করল সিবিআই এর প্রতিনিধি দল। উল্লেখ্য হাঁসখালির গাজনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর গ্রামে 14 বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়। তীব্র যন্ত্রণা এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সেই রাতেই ওই নাবালিকার মৃত্যু হয়। নাবালিকার পরিবারের অভিযোগ তাকে হুমকি দেখিয়ে তড়িঘড়ি কোনরকম ডেট সার্টিফিকেট ছাড়াই শ্মশানে দাহ করে দেওয়া হয়। ঘটনার 5 দিন পর হাঁসখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করায় পরিবারের তরফ থেকে। ঘটনার প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ঘটনার তদন্ত পার হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। হাঁসখালি ধর্ষণকাণ্ডে,হাঁসখালি ধর্ষণকাণ্ডে

গতকাল সিবিআই এর প্রতিনিধি দল প্রথমে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন।নাবালিকার মা-বাবার সঙ্গে কথা বলেন তারা। এর পরেই যেখানে ধর্ষণের ঘটনা ঘটেছিল অর্থাৎ সোহেল গোয়ালীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা। এরপরই তালা ভেঙে ঘরে ঢকে। বেশ কিছু নমুনা সংগ্রহ করার পর অভিযুক্ত বাড়ি সিল করে দেয়। এদিন দুই অভিযুক্ত কে নিজেদের হেফাজতে নিয়ে মূল অভিযুক্ত সোহেলীকে কৃষ্ণনগরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে নিয়ে এলো প্রতিনিধিদল। অন্যদিকে আরেক অভিযুক্ত রঞ্জিত মল্লিক পলাতক ছিল। কিছুক্ষণ আগেই তাকে গ্রেপ্তার করে সিবিআইয়ের প্রতিনিধিদল।

হাঁসখালি ধর্ষণকাণ্ডে তৃতীয় অভিযুক্ত রঞ্জিত মল্লিক সিবিআইয়ের জালে।

MORE NEWS – এক যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে।

চয়ন দাস, পূর্ব মেদিনীপুর:- এক যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে।দীঘা মেদিনীপুর লেন এর বাসটির সামনে আসা ডাম্পারকে রাস্তা দেওয়ায় বাসটি নিজেই নিয়ন্ত্রণ হারালো।দুর্ঘটনাটি ঘটেছে কৌড়দা পেট্রোলপাম্প ও কৌড়দা বাসস্ট্যান্ড এই মধ্যবর্তী স্থানে। বাসে বসে থাকা প্রায় ৩৫ জন যাত্রীকে নিয়েই হয়েছে দুর্ঘটনা। দূর্ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনস্থলে পৌঁছান।আহতদের উদ্ধার করেন। CONTINUE READING

বাঁকুড়া জেলার ছোট্ট শহর সোনামুখীতে হয়ে থাকে, বারো মাসে আঠারো পার্বণ।

এক অজ্ঞাত পরিচয় পৌঢ়ার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য কুশিদায়,মৃত্যু ঘিরে রহস্য,তদন্তে পুলিশ।

আসানসোল লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশই উত্তপ্ত হচ্ছে লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পরিবেশ।

নিয়ামতপুরে দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল TMCর , উপস্থিত মেয়র বিধান উপাধ্যায়।

আগরপাড়া স্টেশনের হকার উচ্ছেদ করা নিয়ে আইএন টিটিইউসি’র বিক্ষোভ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments