Monday, January 13, 2025
- Advertisement -

হাইড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কান্দিতে

- Advertisement -

আইয়ুব আলী ,মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত রাধার সাগর পাড় এলাকার একটি হাই ড্রেনে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হল রবিবার সকালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম স্বপন ঠান্দার তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন গতকাল অর্থাৎ শনিবার রাত থেকেই রাম সিংহ পাহাড়ের 43 বছর বয়সী স্বপন ঠান্দার নামের ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন, পরিবারের লোকেরা গত রাত থেকেই খোঁজাখুঁজি শুরু করে এবং রবিবার বেলা দশটা নাগাদ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় হাই ড্রেনে মধ্যে, স্বপন ঠান্দার মৃতদেহ উদ্ধারের পর কান্দি থানার পুলিশ বাহিনী এসে হাই ড্রেনে থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য, পুলিশের প্রাথমিক অনুমান কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে কেউ বা কারা স্বপন ঠান্দার খুন করে এবং হাই ড্রেনে দেহ ফেলে চলে যায়, যদিও সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ প্রশাসন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় কান্দি পৌরসভার সহকারি পৌর প্রশাসক দেবল দাস, ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। মৃত স্বপন ঠান্দারে ছেলে সৌরভ ঠান্দার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments