নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে এক যুবকের হাতে ফিরিয়ে দিল সোনামুখী আরপিএফ। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে এক যুবকের হাতে তুলে দিলো সোনামুখী আরপিএফ। বুধবার সোনামুখী থানার বেল ডাঙ্গা গ্রামের বাসিন্দা রানা তপসী বাঁকুড়া থেকে ট্রেনে করে সোনামুখীতে নামেন এবং ট্রেনে তার নিজের মোবাইল ফেলে বাড়ি চলে যায় । পরে সোনামুখী আরপিএম ট্রেনে রুটিনমাফিক চেকিং করার সময় মোবাইলটি নজরে আসে তাদের। পরে সোনামুখী আরপিএফ ওই যুবকের খোঁজ করে মোবাইলটি ওই যুবকের হাতে তুলে দেন। হারিয়ে যাওয়া মোবাইল পুনরায় ফিরে পেয়ে খুশি রানা তাপসী। পাশাপাশি সোনামুখী আরপিএফ এর এই কাজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে এক যুবকের হাতে ফিরিয়ে দিল সোনামুখী আরপিএফ।
MORE NEWS – নীল পূজা উপলক্ষে পরিবারের সাথে গঙ্গায় স্নান করতে এসে জলে তলিয়ে গেল এক যুবক।
Tv20 Bangla:- আবারও গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল ২৪ বছর বয়সী এক যুবক, ঘটনায় তীব্র চাঞ্চল্য গঙ্গার ঘাট এলাকায়। জানা যায় বুধবার শান্তিপুর বড়বাজার এলাকার রথতলা থেকে নীল পুজো উপলক্ষে এক যুবক তার পরিবারের সাথে শান্তিপুর বড়বাজার গঙ্গার ঘাটে স্নান করতে আসে। এরপরে পরিবার ও ওই যুবক স্নান করতে নামে, স্নান করতে করতেই সৌভিক দত্ত নামে ওই যুবক জলে তলিয়ে যাই। চেঁচামেচি করতেই নৌকা নিয়ে আসে গঙ্গাই মাছ ধরার মাঝিরা, কিন্তু ততক্ষণে যুবক সৌভিক দত্ত জলে তলিয়ে যায়। পরিবারের উপস্থিতিতে ওই যুবক জলে তলিয়ে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পরে গোটা পরিবার। যদিও এই ঘটনায় গঙ্গার ঘাট এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। CONTINUE READING