Wednesday, December 4, 2024
- Advertisement -

হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকের হাতে তুলে দিল নৈহাটী থানার কর্তৃপক্ষ।

- Advertisement -

নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা:- উত্তর ২৪ পরগনা নৈহাটি থানার বিভিন্ন লোকের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকের হাতে তুলে দিল নৈহাটী থানার কর্তৃপক্ষ। মোট ১৭টি মোবাইল ফোন উদ্ধার করে এক বড়োসড়ো সাফল্যো তুলে ধরল নৈহাটি থানার পুলিশ। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসিপি-১ তুষার কান্তি পাঠক জানান মোবাইল ফোন এখন সব সময় কাজে লাগে। সুতরাং প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেলে মানুষের খুবই অসুবিধা হয়। এই ফোনগুলি উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দিতে পেরে তিনি নিজে খুশি বলে জানান।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকের হাতে তুলে দিল নৈহাটী থানার কর্তৃপক্ষ।

MORE NEWS – নিখোঁজ ১৬ বছরের মানসিক ভারসাম্যহীন মুক ও বধির ছেলে।অবশেষে পুলিশের দ্বারস্থ অসহায় বাবা।

মালদা, বিশ্বজিৎ মন্ডল:- নিখোঁজ ১৬ বছরের মানসিক ভারসাম্যহীন মুক ও বধির ছেলে। তিন দিন ধরে নিখোঁজ এরপরেও কোন খোঁজ পাওয়া যায়নি ছেলের। অবশেষে পুলিশের দ্বারস্থ অসহায় বাবা। দুশ্চিন্তায় পরিবারের লোকেরা। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশচন্দ্রপুরের মালিওর গ্রাম পঞ্চায়েতের টেটিয়া গ্রামে। ওই গ্রামে ফজলুর রহমানের ছেলে মোহাম্মদ মুসলিম (১৬)। জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন এবং মূক ও বধির। হঠাৎ সে ১ তারিখ সকাল বেলা আটটার সময় বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকেই আর বাড়ি ফেরেনি। বাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজ করে। কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। অবশেষে আজ তার বাবা ফজলুর রহমান হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ছেলেটির বাড়ি থেকে বেরোনোর সময় পরনে ছিল সাদা জামা এবং কালো প্যান্ট। গায়ের রং শ্যাম বর্ণ এবং উচ্চতা ৫ ফুট। সে আদেও নিখোঁজ হয়েছে নাকি অপহরণ এই নিয়ে উঠছে প্রশ্ন? সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

MORE NEWS – ব্যারাকপুরে গড়ে উঠছে সত্যজিৎ রায় ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে একটি সংগ্রহশালা৷

Tv 20 Bangla:- কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ আট বছর ব্যারাকপুর অঞ্চলে বসবাস করেছিলেন৷ তার বিশ্ব বিখ্যাত লেখা পথের পাঁচালী, সেই লেখা এবং সিনেমার আগামী ৩০ শে এপ্রিল এই বিশেষ দিনে পথের পাঁচালীর সিনেমার প্রকাশ এবং শুটিং শেষ করেন সত্যজিৎ রায়৷ সে কারণেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং পথের পাঁচালী কে স্মরণ করে রাখতে ব্যারাকপুর অঞ্চলে গড়ে উঠেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপরে একটি কমিটি৷ CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments