Monday, January 13, 2025
- Advertisement -

১২ দফা দাবিতে বামফ্রন্টের তরফে ডেপুটেশন কর্মসূচী মানিকচকে 

- Advertisement -

 

বারো দফা দাবিতে বামফ্রন্টের তরফে ডেপুটেশন কর্মসূচী মানিকচকে

পার্থ ঝা,মানিকচক :-  একশো দিনের কাজের দুর্নীতি একশোদিনের কাজের বকেয়া মজুরির দাবি সহ মোট বারো দফা দাবিতে মানিকচক গ্রাম পঞ্চায়েত ঘেরাও ডেপুটেশন কর্মসূচীতে মানিকচক দুই এরিয়ার সি পি আই এম নেতৃত্ব।সোমবার বিকাল নাগাদ মানিকচক গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে হাজির হয় সি পি আই এম নেতৃত্ব সহ কয়েকশো বামফ্রন্ট কর্মীরা।এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন বামফ্রন্ট শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক দেবজ্যেতি সিনহা,মানিকচক দুই বামফ্রন্ট সদস্য ক্ষুদিরাম মন্ডল,সিপিআইএম নেতা শ্যামল বসাক,রত্না ভট্টাচার্য,মোজাফফর হোসেন সহ অনান্যরা।

এদিন ডেপুটেশনে মানিকচক গ্রাম পঞ্চায়েত প্রধান বিউটী মন্ডলের হাতে মোট বারো দফার ডেপুটেশন স্মারকলিপি তুলে দেওয়া হয় বামফ্রন্টের তরফ থেকে পাশাপাশি দাবি মতো কাজের আশাস দেন মানিকচক গ্রাম পঞ্চায়েত প্রধান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments