মালদা,বিশ্বজিৎ মন্ডল:- দীর্ঘ অপেক্ষার পর বাংলা সড়ক যোজনা স্কিমের আওতাধীন প্রায় ১৫ লক্ষ টাকা বরাদ্দে শুক্রবার ফিতা কেটে ২০০ মিটার ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করলেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত প্রধান আক্তারি খাতুন ও উপপ্রধান তথা অঞ্চল সভাপতি মহম্মদ নুর আজম। উপ প্রধান মহম্মদ নুর আজম জানান তুলসীহাটা মস্তান রোড থেকে কুশিদা বাজার পর্যন্ত ইতিমধ্যে ঢালাই রাস্তার কাজ শেষ হয়েছে। কুশিদা কৈলাশ নাথ আগরওয়াল এর বাড়ি থেকে বিহার বোর্ডার সংলগ্ন কুশিদা বাঁধ রোড পর্যন্ত প্রায় ২০০ মিটার বাইপাস রাস্তা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। অল্প বৃষ্টিতে রাস্তায় জল জমে কাদা হয়ে যেত। নিত্য যাত্রী থেকে শুরু করে যানবাহন চালকেরা এতে চরম সমস্যায় পড়ত। মালদা জেলা সভাধিপতি এটিএম রফিকুল ইসলামের সহযোগিতায় ও উপ প্রধানের প্রচেষ্টায় এই ঢালাই রাস্তার অনুমোদন পেয়ে খুশি কুশিদাবাসি।
১৫ লক্ষ টাকা বরাদ্দে কুশিদায় ঢালাই রাস্তার কাজ শুরু, খুশি এলাকায়।
MORE NEWS – আসানসোল লোকসভা উপনির্বাচনে সুষ্ঠ শান্তিতে সম্পন্ন করতে বর্ডার এলাকায় রুটমার্চ।
কাজল মিত্র :- আসানসোল লোকসভা উপনির্বাচনের দিনধার্য হয়েছে 12এপ্রিল আর এই নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠ ও শান্তিতে সম্পন্ন করার লক্ষে পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানা ডুবুডি বর্ডার চেকপোষ্টে করাহলো রুটমার্চ। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির আধিকারিক সহ সকল পুলিশ এই রুটমার্চ এ উপস্থিত ছিলেন একই সাথে ডুবুডি বর্ডার চেকপোস্ট লাগোয়া গ্রামগুলোতেও রুটমার্চ করা হয়। এদিন পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানার ডুবুডি বর্ডার চেকপোষ্টে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কে নিয়ে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ রুটমার্চ করলেন এবং মানুষের সাথে কথা বলেন।
MORE NEWS – জনবহুল এলাকায় আগ্নেযাস্ত্র ঠেকিয়ে হুমকি দিলো এক ব্যবসায়ীকে দুষ্কৃতীরা৷
নিশীথ দাস,বারাসাত, উত্তর ২৪ পরগনা:- ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে আগ্নেযাস্ত্র ঠেকিয়ে হুমকি দিল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্রকরে বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঁচপুকুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার কথা জানাজানি হতেই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে মধ্যমগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় স্থানীয় মানুষ ও তৃণমূল নেতৃত্ব।আক্রাল্ত ব্যবসায়ী লতিফ বিশ্বাস বলেন, একটি বাইকে করে দুই দুষ্কৃতী এসে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আমার সহযোগী রফিকুল ইসলামের খোঁজ করে। CONTINUE READING