নারায়ণ সরকার ,মালদা :- ব্রাউন সুগার পাচার করতে এসে পুলিশের হাতে ধরা পড়লো দুই যুবক। ২৬০ গ্রাম ব্রাউন সুগার সহ ২ যুবককে গ্রেপ্তার করল মালদার মানিকচক থানার পুলিশ। শুক্রবার রাতে মানিকচকের রাজ্য সড়কের ধারে পাওয়ার হাউস মোড় এলাকা থেকে দুই যুবককে পাকড়াও করে পুলিশ। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন আরমান শেখ, মানিকচকের ধরমপুর এলাকার বাসিন্দা। ওপর ধৃত শেখ শফিউল। মানিকচকের শেখপুরা এলাকার বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে ২৬০ গ্রাম ব্রাউন সুগার।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাচার করার উদ্দেশ্যে এই ব্রাউন সুগার নিয়ে ধৃতরা দাঁড়িয়ে ছিলেন। গোপন সূত্রের খবরের অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।