Wednesday, December 4, 2024
- Advertisement -

৩৫ বছর ধরে আবির তৈরি করে আসছেন পুরাতন মালদার সাহাপুরের বাসিন্দা বিমল পাল ।

- Advertisement -

টিভি 20 বাংলা ডেস্ক :- পুরাতন মালদার সাহাপুরের কালী তলায় প্রায় 35 বছর ধরে আবিরের তৈরি করে আসছেন বিমল পাল। এই সময় কালে বেশ নামডাক হয়েছে তার। করোনার পর পর দু’বছর সেই ব্যবসা শিখেই উঠেছিল। তবে এই বার করোনার কিছুটা ঝিমিয়ে পড়তেই চাঙ্গা হয়ে উঠেছেন তিনি । এ বছর চাহিদা প্রচুর চাহিদা মতো যোগান দিতে পাচ্ছিনা। এখনো রাত দিন এক করে তার কারখানায় কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। বিমল বাবু জানান 30 থেকে 35 বছর ধরে তার এই ব্যবসা চলছে । করোনার সময় কাল থেকে ব্যবসা তেমন হয় নি। রং খেলার তেমন হয় নি। তবে এবারে বেচা কেনা কিছুটা ভালো। হোলির আগে 15 দিন ধরে কাজ চলছে। তবে এবারে হারবাল আবিরের বিক্রি বেশি। পাঁচ থেকে ছয় কুন্টাল হারবাল আবির তৈরি করা হয়েছে। কিছু আবার ক্যালসিয়াম পাউডার এর বানানো হয় আবির। রাসায়নিক ও বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি আবিরে চাহিদা কম তাই চাহিদামত ভেষজ আবির তৈরি হচ্ছে কারখানায়।

৩৫ বছর ধরে আবির তৈরি করে আসছেন পুরাতন মালদার সাহাপুরের বাসিন্দা বিমল পাল ।

৩৫ বছর ধরে আবির তৈরি করে আসছেন পুরাতন মালদার সাহাপুরের বাসিন্দা বিমল পাল ।

এক ধরনের পাউডার সাথে বিভিন্ন রং মিশিয়ে তৈরি হচ্ছে আবির রং জলে মিশিয়ে রাখা হয় তারপর সেই রং পরিমান মতো পাউডারের সাথে মেশানো হয় রঙের সাথে পাউডার ভালো মেশানোর পর সুগন্ধি দেয়া হয়।  আবিরের বিভিন্ন রকমের সুগন্ধি ব্যবহার করা হচ্ছে। গত দুই বছর করোনার সময় লোকসানের মুখে পড়েছিল এই ব্যবসা। তবে এবার পরিস্থিতি তা প্রায় স্বাভাবিক বিক্রি বাট্টাও শুরু হয়ে গেছে।

More News – কোহলির পর টি-২০ অধিনায়ক ঘোষণা BCCI-এর! বাদ এই একাধিক নাম করা ক্রিকেটার।

অবশেষে টি-২০ ক্রিকেটের জন্য ভারতের অধিনায়কের নাম ঘোষণা করল বি সি সি আই। প্রত্যাশা মতোই কোহলি পরবর্তী দলের দায়িত্ব উঠল রোহিত শর্মার হাতে। কুড়ি ওভারের বিশ্ব কাপের পরই নভেম্বরের শেষে ভারতে সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড আগামী ১৭, ১৯ ও ২১ নভেম্বর কিউইদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচ গুলিতে দলকে নেতৃত্ব দেবেন রোহিত। তবে আপাতত নিউজিল্যান্ড সিরিজেরর জন্যই দলের টি-২০ নেতৃত্বভার দেওয়া হয়েছে রোহিতকে। পাকাপাকি ভাবে তিনিই কুড়ি ওভারের অধিনায়কত্ব পাবেন কিনা, বোর্ডের প্রেস রিলিজে তা খোলসা করা হয়নি। অন্য দিকে, টি-২০ তে Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments