Wednesday, December 4, 2024
- Advertisement -

৪৮ ঘন্টা সাধারণ ধর্মঘটের প্রথম দিনে বারাসাত শহরে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল।

- Advertisement -

নিশীথ দাস ও রাজু দাস ,উত্তর ২৪ পরগনা :- কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ৪৮ ঘন্টা সাধারণ ধর্মঘটের প্রথম দিনে সোমবার বারাসাত শহরে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল। ৪৮ ঘন্টার সাধারণ ধর্মঘট সফল করতে সোমবার যখন বামেরা রাস্তা নেমে বিক্ষোভ দেখালো, ঠিক তখন তৃণমূল ছাত্র পরিষদ বারাসাত গভমেন্ট কলেজের গেটের সামনে থেকে পেট্রোল ডিজেল, রান্নার গ্যাস সহ মূলবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মিছিল বের করে চাঁপাডালি মোড় সংলগ্ন একটি পেট্রোলপাম্পে গিয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি লাল এই রাজ্যে আর নেই, রাজ্য থেকে বামেদের লাল কার্ড দেখিয়ে দিয়েছে সাধারণ মানুষ, তাই তারা যে ধর্মঘট কে সমর্থন করবে তা সফল হবে না, যা আজ রাজ্য জুড়ে দেখা গেছে।

যেভাবে কেন্দ্রীয় সরকার মূল্য বৃদ্ধি করছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। ২০২৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে বসলে সব সমস্যার সমাধান হবে বলে মত তৃণমূল ছাত্র পরিষদের। তারা এই আন্দোলন চালিয়ে যাবে, সংসদে তৃণমূল কংগ্রেসের সাংসদরা আন্দোলন চালিয়ে যাবে আর তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে।

৪৮ ঘন্টা সাধারণ ধর্মঘটের প্রথম দিনে বারাসাত শহরে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল।

MORE NEWS – ২৮ ও ২৯ ধর্মঘটের সমর্থনে বামেদের জয়পুরে মিছিল।

ইনামূল ভূঁইয়া, জয়পুর :- বাঁকুড়ার জয়পুর থানা এলাকার বিভিন্ন স্থানে বাম শরিক দল ও সাধারণ মানুষের তৎপরতায় জয়পুর হাটতলা থেকে বামেরা পথযাত্রা করে অবগত করান যে আগামী ২৮ ও ২৯ তারিখ সারা ভারত “সাধারণ বন্ধ” ঘোষণা করেন। নেতৃত্ব বৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মানিক রায়, ক্রান্তি মুখার্জি সহ অন্যান্য ব্যাক্তিত্বরা ।রামপুরহাটে যে হত্যালীলা ও আনিস খুনের বিচারের দাবির সাথে সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি এর জন্য প্রতিবাদী হোন বামেরা। বিজেপি ও তৃণমূল এর উপর ক্ষোভ উগরে দিয়েছেন এখানে স্লোগান উঠেছে ” জেনে গেছে,জেনে গেছে জনতা,খুনি মমতা”। এরকম নিত্য নতুন স্লোগান উঠেছে জয়পুরের রাস্তায় রাস্তায়। CONTINUE READING

কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক বছর ব্যাপী ডিপ্লোমা কোর্স করানো হয়, জেলার সার , বীজ, কীটনাশক এর ইনপুট ডিলারদের

আগামী ২৮ ও ২৯ মার্চ ট্রেড ইউনিয়নগুলির ডাকা ভারত বনধের সমর্থনে শনিবার মিছিল করল কৃষক সভা ও CITU।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments