নারায়ণ সরকার, মালদা:- মাধ্যমিকে এবারও জেলায় জয়জয়কার। জীবনের বড় পরীক্ষায় ছাত্রীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে মালদা জেলার গাজোল ব্লকের আদর্শবাণী একাডেমি হাইস্কুলের কৃতী ছাত্রী কৌশিকী সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯২। বাবা মৃনাল সরকার ও মা চন্দ্রিকা সরকার তারা দুজনে পেশায় শিক্ষক ও শিক্ষিকা। বাড়ি মালদহের গাজোল ব্লকের বিধান পল্লী এলাকায়।
পাশাপাশি, শুক্রবার সকাল ৯ টা নাগাদ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আনুষ্ঠানিকভাবে ২০২২-এর মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পরেই তারা জানতে পারেন। গাজোলের আদর্শবাণী একাডেমী স্কুলের ছাত্রী রাজ্যে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে।
এদিকে, এই সংবাদ পৌঁছানো মাত্রই ছাত্রীর বাড়িতে ভিড় করেন সংবাদমাধ্যম থেকে শুরু করে এলাকার বাসিন্দারা এবং গাজোল ব্লকের বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ স্কুলের শিক্ষকেরা। প্রথমেই কৃতী ছাত্রীকে সম্বর্ধনা জানান সকলেই এবং মিষ্টিমুখ করান।
অন্যদিকে, কৃতি ছাত্রী জীবনের বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বাবা ও মা এবং শিক্ষক-শিক্ষিকাকে পাশে থেকে পড়াশোনায় সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়েছে। তার অদম্য ইচ্ছে সে ডাক্তারি নিয়ে পড়াশোনা করবে এবং ডাক্তার হতে চায়।