নিজস্ব সংবাদদাতা মানিকচক :- আজাদী কা অমৃত মহোৎসব তথা ৭৬ তম স্বাধীনতা দিবস পালন করল মানিকচক ব্লক বিজেপি নেতৃত্ব।সোমবার,গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে আজাদী কা অমৃত মহোৎসব।এদিন সকাল নাগাদ মানিকচক ব্লক বিজেপি প্রধান কার্যলয়ে জাতীয় পতাকা উওলন করে শ্রদ্ধার সাথে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়।
অন্যদিক, আজাদী কা অমৃত মহোৎসব তথা ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে মানিকচক গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করে পাশাপাশি হাসপাতাল চত্বর জুড়ে সাফাই অভিযান চালানো হয়।উপস্থিত ছিলেন দক্ষিন মালদা বিজেপি সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল,২৪ নম্বর মন্ডল সভাপতি বিশ্বজিত মন্ডল,মালদা জেলা যুব মোর্চা সহ সভাপতি সৌরভ রজক,সাধারণ সম্পাদক হরিদাস রায়,যুব সভাপতি সৌমেন মন্ডল,পল্লবী মন্ডল সহ বিজেপি নেতৃত্ব।
পাশাপাশি মানিকচক ফ্রেন্ডস্ গ্রুপের পক্ষ থেকে স্বাধীনতা দিবস পালন করা হয়।