Monday, November 10, 2025
- Advertisement -

কলেজের ইতিহাসে এই প্রথম শিশুরাম দাশ কলেজ NAAC এর মূল্যায়নে ‘B’ গ্রেড লাভ করেছে 

- Advertisement -

কলেজের ইতিহাসে এই প্রথম শিশুরাম দাশ কলেজ NAAC এর মূল্যায়নে ‘B’ গ্রেড লাভ করেছে

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার :- সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকে অবস্থিত সরিষার সন্নিকটে শিশুরাম দাশ কলেজে।কলেজ সূত্রে খবর গত ১৩ – ১৪ মে দুই দিন ধরে NAAC এর অনলাইনে পরিদর্শন হয়। পরে NAAC কতৃপক্ষ কলেজকে জানায় যে, তাঁদের মূল্যায়নে শিশুরাম দাশ কলেজ ‘B’ গ্রেড লাভ করেছে।

কলেজের ইতিহাসে এই প্রথম NAAC এর মূল্যায়ন সম্পন্ন হল এবং প্রথম পদক্ষেপেই এই কলেজ ‘B’ গ্রেড পেয়েছে এই সংবাদ পাওয়া মাত্রই ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ থেকে শুরু করে কলেজের অধ্যক্ষ নীলেশ রঞ্জন মাইতি,অধ্যাপক অধ্যাপিকা, ও প্রাক্তন ও বর্তমান সকল পড়ুয়ারা আনন্দিত।এদিন শিশু রাম দাস কলেজের অধ্যক্ষ ড: নীলেশ রঞ্জন মাইতি বলেন যে, এই কলেজ ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠার ১৪ বছরের মধ্যে NAAC এর মূল্যায়নে ‘B’ গ্রেড প্রাপ্তি খুবই আনন্দের।

তিনি উল্লেখ করেন যে, দীর্ঘ NAAC এর মূল্যায়ন পর্বে কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রীবৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ ও গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের ঐকান্তিক প্রচেষ্ঠা ও সহযোগিতার ফলেই আজ এই কলেজ এই স্তরে উন্নীত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই এই কলেজ সমস্ত ক্ষেত্রেই প্রভূত উন্নতি করেছে।কলেজে বাংলা, ইংরাজি,শিক্ষাবিজ্ঞান, ইতিহাস,দর্শন, রাষ্ট্র বিজ্ঞান, শারীর শিক্ষা, ভূগোল ও সংস্কৃত বিভাগ গুলি আছে, প্রত্যেক বিভাগেই যথেষ্ঠ সংখ্যক শিক্ষক আছেন। এছাড়াও আরও কিছু বিষয়ে পঠনপাঠন শুরুর প্রক্রিয়া চলছে।পড়াশুনা ছাড়াও কলেজের মধ্যে বিশেষ সাংস্কৃতিক পরিমণ্ডল, খেলাধুলা ও শরীর চর্চার পরিবেশ এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে শিক্ষকদের সাহায্যদান উল্লেখ করার মতো বিষয়। ফলতাগামী রাস্তার পাশে অবস্থিত এই কলেজের সদ্য নির্মিত প্রবেশদ্বারটিও এখন সকলের দৃষ্টি আকর্ষণ করে। সমস্তদিক থেকেই কলেজটি এখন নতুন ছাত্রছাত্রীদের কাছে এক আকর্ষণীয় শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments