নিশীথ দাস, রাজু দাস , উত্তর 24 পরগনা :- আজ পৌরসভা নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত আলোচনার জন্য জেলা বি জে পির পক্ষ থেকে একটি জরুরি বৈঠক বারাসাত চাঁপাডালি মোড়, বিজয়া সিনেমা হলের পাশে নীলমণি ভবনে। বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ, তথা নবদ্বীপ জোনের ইনচার্জ, রাজ্য সহ-সভাপতি মাননীয় শ্রী অর্জুন সিং মহাশয় এবং ময়না বিধানসভার বিধায়ক শ্রী অশোক দিন্দা মহাশয়।
আজ এই অনুষ্ঠানে এসে অর্জুন সিং বললেন ফ্রী তে রেশন সরবরাহ করে কেউ সারা জীবন চালাতে পারবে না, তৃণমূলী সাংসদরা করোনা কালে রেশন সরবরাহের সীমারেখা বাড়ানোর অনুরোধ প্রধান মন্ত্রীকে করলে তিনি তা মঞ্জুর করেন। আজ বারাসতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধের প্রসঙ্গে একথা বলেন বিজেপি নেতা অর্জুন সিং। আগামী পৌরসভা নির্বাচনে বি জে পির কর্মকর্তা সম্মেলনে আসেন ব্যারাকপুরের সাংসদ। মদন মিত্র প্রসঙ্গে অর্জুন বলেন, আমরা মদন মিত্রকে জোকার হিসাবে চিনি। উনি নাচ করেন। এর থেকে বেশি কিছু বলব না আমি।
পৌরসভা নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত আলোচনার জন্য জেলা বিজেপির পক্ষ থেকে একটি জরুরি বৈঠক বারাসাতে
রাজ্যস্তর কবাডি প্রতিযোগিতায় খ্যাতি অর্জন মালদার পুরুষ ও মহিলা বিভাগের কাবাডির
ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির মৃতদেহ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের
চার দফা দাবি নিয়ে সোনামুখী পৌর প্রশাসককে ডেপুটেশন দিল সোনামুখী পৌরসভার অস্থায়ী শ্রমিক সংগঠন
বিশেষ খবর- মালদহে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
মালদহে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। যা মিলল প্রয়াত বরকত গনি খান চৌধুরির কোতোয়ালির ভিটে থেকেই। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ঢুকতে পারেন মৌসম নুর? সেই সঙ্গে তাঁর সুইজারল্যান্ড ফেরত মামা লেবু ওরফে আবু নাসের খান চৌধুরিও? মালদহের রাজনীতি তো বটেই, রাজ্য রাজনীতিতেও এমন দাবির বিষয়টি নিয়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। এদিন মালদহ জেলা কংগ্রেস সভাপতি তথা মালদহ দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরি (ডালু) দাবি করেন, বাংলার রাজনীতিতে কংগ্রেসের প্রতীক মালদহের কোতোয়ালি ভবন। যেটা বরকত গনি খান চৌধুরির বাড়ি। এখান থেকে যাঁরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে গিয়েছেন তাঁরা আবার কংগ্রেসে ফিরে আসবেন। সেটা নিয়ে পরিবারের মধ্যে আলোচনা চলছে। সাংসদ ডালুবাবু বলেন, “লেবুদা বিদেশে ছিলেন, ফিরে এসে তৃণমূলে যোগ দিয়েছেন। পরে মৌসম তৃণমূলে গিয়েছেন। Continue Reading