ওয়েব ডেস্ক :- #SSC এসএসসি দুর্নীতি মামলায় গোটা রাজ্য । গ্ৰেপ্তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী। দুর্নীতির মামলায় জড়িত তিনি। পাওয়া গিয়েছে কোটি থেকে কোটি টাকার সম্পত্তি। কোর্টে পেশ করার পর আইনজীবীদের কাছে শারীরিক অসুস্থতার কথা প্রকাশ করেছেন। তবে তিনি এস এস কে এম হাসপাতালেই যেতে চান।
কিন্তু কেন? এস এস কে এম হাসপাতালেই কেন যেতে চাইছেন তিনি? এর পেছনেও কি কোনো কারন আছে? প্রশ্ন উঠছে বারবার । ইডি সূত্রের দাবি, এস এস কে এম হাসপাতালে কর্মীরা শোচনীয় ব্যবহার করেনি , এমনকি শিল্পমন্ত্রী নিজেই ডনের মতো ব্যবহার করছেন।
আগামীকালই পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হবে বলে জানাল আদালত। এস এস কে এম হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে ভুবনেশ্বরকে নির্দেশ দেওয়া হয়েছে কার্ডিয়োলজি, নেফ্রোলজি, মেডিসিন বিভাগের দল তৈরী করতে, যারা পরীক্ষা নিরীক্ষা করবেন। আগামীকাল ভোরেই নিয়ে যেতে হবে এইমসে। বর্তমানে নিজের পছন্দমতো হাসপাতালে ভর্তি হবার এক্তিয়ার নেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর ।