বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- কয়েক দফা দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের (A.I.M.S.S.) ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই কর্মসূচি করা হয়েছে। মূলত তাদের দাবি কেন্দ্রীয় সরকারের সীমাহীন মূল্যবৃদ্ধি, পেট্রোল,ডিজেল, রান্নার গ্যাস সহ একাধিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও লাগাতার নারী নির্যাতন, দেশের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করা হয়। আজ ডায়মন্ড হারবার স্টেশন বাজার এলাকায় এক বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিন ডায়মন্ড হারবার মহকুমা শাসক এর সামনে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল ও করে। এদিনের বিক্ষোভ মিছিল কর্মসূচিতে নেতৃত্ব দেয় মনোরমা হালদার। তিনি বলেন জেলাজুড়ে রাস্তা অবরোধ সহ বিক্ষোভ মিছিল কর্মসূচি নিয়েছিলাম। নারী নির্যাতন, কেন্দ্রীয় সরকারের অমানবিক ভাবে পেট্রোল ডিজেল, কেরোসিন এর দাম বৃদ্ধির কারণে এই কর্মসূচি। তাই সমস্ত গণ সংগঠনের নেতৃত্বে প্রতিবাদ করা হয়েছে। পাশাপাশি বুদ্ধিজীবী ও সাধারণ মানুষরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়।
A.I.M.S.S এর উদ্যোগে কয়েক দফা দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন।
MORE NEWS – Supriya Halder কুল্পি ব্লকের তৃণমূলের সভাপতি সুপ্রিয় হালদার এর নেতৃত্বে কামারচক অঞ্চলে কর্মী সম্মেলন করেন।
বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দোপাধ্যায়ের তৃতীয়বারে মুখ্যমন্ত্রী ও 11 বছর পূর্ণ উপলক্ষে এবং সামনে পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে সম্প্রীতি কামারচক অঞ্চলের কৈখালীতে কর্মী সভা করেন কুল্পি ব্লকের তৃণমূলের সভাপতি সুপ্রিয় হালদার (Supriya Halder)। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একমাত্র বিকল্প মুখ, কেন্দ্রেবিকল্প সরকারের গড়তে হবে, আর তার চাবিকাঠি বাংলার হাতে। মা মাটি সরকারের নেত্রী মমতাবন্দ্যোপাধ্যায় স্কুলে পোশাক-আশাক জুতো সাইকেল সব দিচ্ছেন, যা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে রাজ্য দেয়না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছেন। বিজেপি শাসিত রাজ্যে কর্মসংস্থান নেই বাংলার কর্মসংস্থান রয়েছে, শিল্প আসছে, বাংলা জগত সভায় শ্রেষ্ঠ আসন গড়বে। CONTINUE READING
Dababrota Das প্রয়াত হলেন পূর্ব মেদিনপুর জেলার সভাধিপতি দেবব্রত দাস।
The foundation stone 2020 সাথেই অক্টোবর রাস্তার শিলার নাস করা হলো, তবে আর রাস্তা হলো না।
Tournament রামগবিন্দপুরে ধাপাস বল প্রতিযোগিতায় ফাইনাল খেলা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়।
Congress committee নদীয়ার নাকাশিপাড়া ব্লকে ধর্মদা অঞ্চল কংগ্রেস কমিটির সাংগঠনিক আলোচনা।