Wednesday, December 4, 2024
- Advertisement -

Accident ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ গেল মা ও ছেলের।

- Advertisement -

Tv20 Bangla:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Accident) প্রাণ হারায় মা এবং এক শিশু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা। মর্মান্তিক এই (Accident) ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার দুর্লভপুর বড়জোড়া রাজ্য সড়কের শ্রীচন্দনপুর পেট্রোল পাম্পের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে একটি ব্লাঙ্কার গাড়ির সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা হলে ঘটনাস্থলে মৃত্যু হয় মোটর সাইকেলে বসে থাকা মা এবং তার ছেলের। মোটর সাইকেলে চালক গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত হয় গঙ্গাজলঘাটি থানা পুলিশ। মৃতদেহ দুটিকে এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। আহত ব্যক্তির চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে ওই তিন ব্যক্তির বাড়ি গঙ্গাজলঘাটি ব্লকের ডুমুরিয়া গ্রামে। এই ধরনের পথদুর্ঘটনায়(Accident) শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকাজুড়ে। সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের প্রচার যখন সমগ্র জায়গায় ব্যাপকহারে চলছে, তবুও কমেনি পথ দুর্ঘটনা(Accident)। কিভাবে কমতে পারে পথদুর্ঘটনা তারই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

Accident ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ গেল মা ও ছেলের।

MORE NEWS – TMC তৃনমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে অপহৃত এক তৃণমূলকর্মী, অপহরণ তদন্তে নেমেছে পুলিশ।

মালদহ, ১৬ মে:– এবার গুলির লড়াই নয়, রাতের অন্ধকারে এক তৃনমূল কর্মীকে (TMC) অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এলাকারই এক তৃনমূল গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের মালিওর-২ নং ‌গ্ৰাম পঞ্চায়েতের কাতলামারি গ্রামে।এই নিয়ে হরিশ্চন্দ্রপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অপহৃত হয়েছেন আব্দুল বারিক নাম এক তৃনমূল কর্মী বলে খবর। অপহৃত ব্যক্তির খোঁজে তল্লাশিতে নেমেছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, কাতলামারি গ্রামে (TMC) তৃনমূলের দুই গোষ্ঠী আব্দুল বাসির ও উন সাহাক গোষ্ঠীর মধ্যে দীর্ঘ তিন দশক ধরে একেরপর এক দ্বন্দ্ব লেগেই আছে। প্রায় ছয় মাস আগে দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে গুলির লড়াই হয়। যার জেরে রক্তাক্ত হয়েছিল দুই গোষ্ঠীর বেশ কয়েকজন।ছয় মাস কাটতে না কাটতেই আবার দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন ওই দুই গোষ্ঠী। CONTINUE READING

Tournament রামগবিন্দপুরে ধাপাস বল প্রতিযোগিতায় ফাইনাল খেলা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়।

Congress committee নদীয়ার নাকাশিপাড়া ব্লকে ধর্মদা অঞ্চল কংগ্রেস কমিটির সাংগঠনিক আলোচনা।

Baba Kalanjoy বাবা কালঞ্জয় এর গাজন উপলক্ষে তৃণমূলের ” জলছত্র ” কর্মসূচি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments