Monday, January 13, 2025
- Advertisement -

Avishak Banerjee সভাকে সফল করার লক্ষ‍্যে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে কয়েক হাজার কর্মি সর্মথক নিয়ে মহা মিছিল।

- Advertisement -

Tv20 Bangla:- আগামী ২৮ মে শনিবার হলদিয়া শমিক সমাবেশ সেই সমাবেশে থাকছেন সর্বভারতিয় তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির (Avishak Banerjee)। এই সমাবেশ সফল করার লক্ষে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশ পুর ১নং ব্লকের চিস্তিপুর ৮/১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহা মিছিল অনুষ্ঠিত হলো। এই মিছিল শুরু হয় পালপাড়া জোড়া কালী মন্দির থেকে শুরু করে মংলামাড়ো বাজারে এসে শেষ হয়। এই মিছিলে তৃণমূল কংগ্রেস এর প্রায় ৫ হাজার কর্মি সর্মথক অংশগ্রহণ করেন। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন চিস্তিপর ৮/১ অঞ্চলের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পটাশপুর 1 নম্বর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ মুক্তি রঞ্জন বেরা, পটাশপুর ১ নং ব্লকের পূর্ত ও পরিবহণ কর্মদক্ষ শেখ আহাদ আলী ও তৃণমূল কর্মী সমর্থকরা। বৃষ্টি কে উপেক্ষা করে চলে এই মিছিল প্রবল বৃষ্টিটেও কয়েক হাজার কর্মি সর্মথক নিয়ে এই মিছিল হয়।

Avishak Banerjee সভাকে সফল করার লক্ষ‍্যে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে কয়েক হাজার কর্মি সর্মথক নিয়ে মহা মিছিল।

MORE NEWS – Onda Thana বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ওন্দা থানা আয়োজিত রক্তদান শিবির।

Tv20 Bangla:- বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ওন্দা থানা (Onda Thana) আয়োজিত রক্তদান শিবির 25 শে মে 2022গ্রীষ্মের প্রবল দাবদাহে এর ফলে ব্লাড ব্যাংকে দেখা যায় রক্তশূন্যতা। রক্তের মত অমূল্য সম্পদের ধারাবাহিক যোগান সচল রাখতে ওন্দার থানার মানবিক পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। আজ ওন্দা থানা প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এতে একজন মহিলা সহ মোট 82 জন রক্ত দাতা রক্ত দান করেছেন। CONTINUE READING

MORE NEWS – Sealdah Metro Station ৩১মে মঙ্গলবার থেকে চালু হচ্ছে শিয়ালদহ মেট্রো।

নিশীথ দাস,TV-20 বাংলা:- আগামী ৩১ মে মঙ্গলবার থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনের (Sealdah Metro Station) খুলে যাচ্ছে সাধারণ যাত্রীদের জন্য। কমিশনার অফ রেলওয়ে সেফটি ডিপার্টমেন্টের তরফ থেকে ইতি মধ্যেই শিয়ালদহ স্টেশন চালু করার অনুমতি দেওয়া হয়েছে।ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদহ পর্যন্ত কবে আসবে তা জানা যাচ্ছিল না। ১১ ই এপ্রিল উদ্বোধনের কথা থাকলেও নানা কারণে দিন পিছাতে থাকে। শেষ পর্যন্ত এই মাসের মধ্যেই বাধা কেটে যাবে বলে মনে করা হচ্ছে। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments