Friday, December 6, 2024
- Advertisement -

Baba Kalanjoy বাবা কালঞ্জয় এর গাজন উপলক্ষে তৃণমূলের ” জলছত্র ” কর্মসূচি।

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়ের:- বাবা কালঞ্জয় (Baba Kalanjoy) এর গাজন উৎসব উপলক্ষে পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুদিনের ” জলছত্ ” অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সোমবার ছিল তার শেষ দিন। দলের পক্ষ থেকে গাজন উৎসবে আগত সকল দর্শনার্থীদের জন্য ছোলা, বাতাসা, নকুল দানা ও জলের ব্যাবস্থা করা হয়। এদিনের জলছত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ ব্যানার্জি, যুব সভাপতি সেখ জিয়ারুল ইসলাম, জেলা সংখ্যালঘু সেলের নেতৃত্ব সেখ আজফার হোসেন (পান্না) গোপাল দে, বচ্চন সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব। দিলীপ বাবু বলেন, বাবা কালঞ্জয় (Baba Kalanjoy) -এর এই গাজন উৎসব কে কেন্দ্র করে মেতে ওঠে জাতি ধর্ম নির্বিশেষে পাত্রসায়ের ব্লকের বিভিন্ন এলাকার কয়েক লক্ষ মানুষ । কোভিড – ১৯ এর জন্য গত দু’বছর এই গাজন বন্ধ থাকায় এবার মানুষের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। গ্রীষ্মের এই প্রচন্ড গরমে দর্শনার্থীদের হাতে জল, ছোলা ও বাতাসা তুলে দিতে পেরে ভালো লাগছে।

Baba Kalanjoy বাবা কালঞ্জয় এর গাজন উপলক্ষে তৃণমূলের ” জলছত্র ” কর্মসূচি।

MORE NEWS – দক্ষিণ ঝাড় আলতা এলাকায় পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ একাধিক।

ময়নাগুড়ি, ধূপগুড়ি, কনক অধিকারী:-  দক্ষিণ ঝাড় আলতা এলাকায় পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ একাধিক। সাতজনকে এদের মধ্যে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে দক্ষিণ ঝাড় আলতা এলাকায় একটি বাড়ির মনসা ও কৃষ্ণ পুজোয় ২৫০ জন নিমন্ত্রিত ছিলো। এদের মধ্যে পুজোর প্রসাদ খাওয়ার পর রবিবার সকাল থেকে অনেকেই বমি ও পেটের সমস্যায় ভুগতে থাকেন। এক এক করে প্রায় পঁচিশ জন অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে সাতজনকে নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। রোগীর আত্মীয় পরিজনরা জানিয়েছেন শনিবার রাতে পুজোর প্রসাদ খাওয়ার পর থেকে শরীর খারাপ। এরপর শনিবার সকাল থেকে অনেকের শারীরিক অবস্থা খারাপের দিকে যায়। CONTINUE READING

Akhil bharatiya adivasi vikas Parishadএর ডাকে একটি মিছিল ও সভার আয়োজন করা হয়।

Protibad Sova কেন্দ্রের একাধিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, “প্রতিবাদ সভা”।

Bhoba Paglar Mela ভবা পাগলার মেলা উপলক্ষে ফেরিঘাটে পুলিশিং কড়া নজরদারি।

রামগবিন্দপুর আঞ্জুমান সমিতির পরিচালনায় ধাপাসবল উৎসব এর শুভ সূচনা।

ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে কর্মাধক্ষ্য মর্জিনা খাতুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments