মুকিতুর রহমানঃ- রেমিট্যান্সে প্রণোদনা পেতে শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank) । এখন থেকে পাঁচ লাখ টাকার বেশি রেমিট্যান্সে কাগজপত্র ছাড়াই পাওয়া যাবে নগদ প্রণোদনা। সোমবার নগদ প্রণোদনার শর্ত শিথিল করে প্রজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, এখন থেকে পাঁচ হাজার ডলার বা ৫ লাখ টাকার বেশি রেমিট্যান্স এলে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই পাওয়া যাবে প্রণোদনা সুবিধা। এর আগে পাঁচ হাজার থেকে পাঁচ লাখ টাকার বেশি রেমিট্যান্স পাঠাতে বিদেশি এক্সচেঞ্জ হাউসের কাছে বিস্তারিত কাগজপত্র জমা দেয়ার বাধ্যবাধকতা ছিল। নতুন নির্দেশনার ফলে প্রবাসী আয় দেশে পাঠানো সহজ হলো। বৈধ উপায়ে বা ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্রে বলা হয়, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বৈধ উপায়ে দেশে রেমিটেন্স প্রেরণের বিপরীতে রেমিটেন্স প্রণোদনা / নগদ সহায়তা প্রদানে রেমিটারের কোনো ধরনের কাগজপত্রাদি ব্যতীত বিদ্যমান হারে (২.৫০%) রেমিট্যান্স প্রণোদনা / নগদ সহায়তা প্রযোজ্য হবে। ” পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়। অর্থের পরিমাণ এবং প্রবৃদ্ধি দুটি ক্ষেত্রেই দেশে চলতি অর্থবছরের ১০ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স প্রবাহ কমেছে। কিন্তু আমদানি চাপ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বৈদেশিক বাণিজ্যে বড় ধরনের ঘাটতি দেখা দেয়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর প্রভাবে ডলারের বিপরীতে টাকার মানও কমতে থাকে।
Bangladesh Bank রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ ব্যাংক।
BJP বিজেপির নতুন সম্পাদক মন্ডল নিয়ে ক্ষোভ, পদ থেকে পদত্যাগ একাধিক নেতার।
Bankura বাঁকুড়া সফরে আসছে মুখ্যমন্ত্রী তার প্রস্তুতি সভা করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
F.O.W.B.T.O ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপেরেটর এসোসিয়েশন এর আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
Shantipur Thana গৃহস্থ বাড়ির ঘরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য।
সর্বশেষ সোমবার ডলারের বিপরীতে টাকার মান আরও ৪০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক বিনিময় হার নির্ধারণ করা হয় ৮৭ টাকা ৯০ পয়সা। যদিও কোনো কোনো ব্যাংক এখনও নগদে ৯৯ টাকায় প্রতি ডলার বিনিময় করছে। এ পরিস্থিতিতে অর্থনীতিবিদ ও প্রবাসীরা প্রণোদনার হার ৪ শতাংশে উন্নীত করার পরামর্শ দিয়ে আসছেন। এসবের মধ্যে ডলার সংকট কাটাতে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া সহজ করা হল।