সৈয়দ মফিজুল হোদা, বাঁকুড়া:- বিধানসভা নির্বাচনের পর প্রথমবার বাঁকুড়া জেলা(Bankura)সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় (Bankura) বুথ ভিত্তিক একটি কর্মীসভা করবেন তিনি। সোমবার তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো ইন্দাস ব্লকের রোল অঞ্চলের রোল হাট তলা এলাকায়। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের নেতৃত্বে এবং রোল অঞ্চলের সহযোগিতায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। যেখানে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক ও এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ ভিত্তিক কর্মীসভাতে কিভাবে বেশি সংখ্যক দলীয় কর্মী নিয়ে যাওয়া যায় তাই নিয়ে এই প্রস্তুতি সভায় আলোচনা হল। পাশাপাশি সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে পাখির চোখ করছেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ।
এদিনের এই প্রস্তুতি সভা থেকে দলীয় নেতৃত্ব ও দলীয় কর্মীদের আগামী দিনে ময়দানে নেমে আরো বেশি করে লড়াই করার বার্তা দিলেন তিনি এবং সাধারণ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার বার্তাও দিলে। সভাশেষে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বাংলার আবেগ দেশের আবেগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পহেলা জুন বাঁকুড়া আসছেন এবং সেখানে কিভাবে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া যায় তাই নিয়ে এদিনের প্রস্তুতি সভাতে আলোচনা হল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের নির্দেশ দেবেন আগামী দিনে সেই পথেই সংগঠন চলবে।
Bankura বাঁকুড়া সফরে আসছে মুখ্যমন্ত্রী তার প্রস্তুতি সভা করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
MP Somitra Khan আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবিতে সরব বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
Utsargo Prokalpo গভীর রক্ত সংকট রক্তের অভাব মেটাতে ‘উৎসর্গ’ প্রকল্পের মাধ্যমে সচেষ্ট জেলা পুলিশ।
Diamond Harbour প্রশাসনিক করনে দ্রুত সমস্যা সমাধান করতে জনসংযোগ সভা কর্মসূচির সূচনা।
Parulia Rajpara গ্রামে গ্রামে গিয়ে সমস্যা সমাধান করছেন যুব সভাপতি গৌতম অধিকারী।
পাশাপাশি সোমবার বিষ্ণুপুরে এসে জঙ্গলমহলকে পৃথক রাজ্যের দাবি জানিয়েছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সে প্রসঙ্গে সৌমিত্র খাঁ কে তিনি তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, বিজেপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে কারণ তাদের পায়ের তলার মাটি যত সরে যাচ্ছে ততই তারা উল্টোপাল্টা বকতে শুরু করেছে। তাদের মধ্যে সৌমিত্র খাঁ একজন।