নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- বজ্রপাতের জেরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বাঁকুড়ার ইন্দপুরে (Bankura Indopur)। বৃহস্পতিবার বিকেলে ঐ এলাকার গৌউরবাজার গ্রাম পঞ্চায়েতের সীতাপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেলে কালবৈশাখীর জেরে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড়বৃষ্টি হয়। আর তার মাঝেই ঐ গ্রামের জনৈক শেখ কবির নামে এক জনের বাড়িতে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হতাহতের কোন খবর নেই।
Bankura Indopur বজ্রপাতের জেরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বাঁকুড়ার ইন্দপুরে।
MORE NEWS – Kalbaishakhi কালবৈশাখী ঝড়ের তান্ডব, পাণ্ডবেশ্বর থানার শ্যামলা অঞ্চলের ছত্রিশগন্ডা গ্রামে।
জামুড়িয়া, পশ্চিম বর্ধমান:- কালবৈশাখী (Kalbaishakhi) ঝড়ের তান্ডব এর কারণে এক ব্যক্তির বাড়ির টিনের চাল ভেঙ্গে যাওয়ায় বাড়িটিতে বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত শ্যামলা অঞ্চলের ছত্রিশগন্ডা গ্রামে। জানা গেছে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম কেশব বাধ্যকর। স্থানীয় বাসিন্দা সন্তোষ বাধ্যকর জানান যে, হঠাৎ করে চারটে নাগাদ বিপুল বেগে ঝড় শুরু হয়, এই ঝড়ের কারণেই বাড়ির টিনের চাল উড়ে যায় এবং বাড়ির খাট বিছানা থেকে শুরু করে সবকিছুই ভিজে লন্ডভন্ড হয়ে যায়। কোন রকমে পালিয়ে প্রাণে বাঁচেন কেশব। তিনি জানান কেশব একা থাকেন, তার মা ছিলো কিছুদিন আগেই গত হয়েছেন। তার পরিবারে এখন তিনি একাই, তিনি শারীরিক দিক দিয়েও অসুস্থ। CONTINUE READING
MORE NEWS – A.I.M.S.S. এর উদ্যোগে কয়েক দফা দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন।
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- কয়েক দফা দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের (A.I.M.S.S.) ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই কর্মসূচি করা হয়েছে। মূলত তাদের দাবি কেন্দ্রীয় সরকারের সীমাহীন মূল্যবৃদ্ধি, পেট্রোল,ডিজেল, রান্নার গ্যাস সহ একাধিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও লাগাতার নারী নির্যাতন, দেশের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করা হয়। আজ ডায়মন্ড হারবার স্টেশন বাজার এলাকায় এক বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিন ডায়মন্ড হারবার মহকুমা শাসক এর সামনে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল ও করে। এদিনের বিক্ষোভ মিছিল কর্মসূচিতে নেতৃত্ব দেয় মনোরমা হালদার। তিনি বলেন জেলাজুড়ে রাস্তা অবরোধ সহ বিক্ষোভ মিছিল কর্মসূচি নিয়েছিলাম। CONTINUE READING