নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : Bankura Municipality Election আগামী 27 শে ফেব্রুয়ারি সোনামুখী পৌরসভায় পৌর নির্বাচন রয়েছে তার আগে নিজের ওয়ার্ডে দলীয় সংগঠনকে আরো বেশি মজবুত করতে রবিবাসরীয় প্রচারে একটি পথ সভার আয়োজন করল সোনামুখী পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী সন্তোষ মুখার্জি। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সকলকে একদিকে যেমন তিনি তৃণমূল কংগ্রেসের পাশে থাকার বার্তা জানাচ্ছেন অন্য দিকে রবিবার নিজের দলীয় কর্মী এবং সাধারণ মানুষদের নিয়ে একটি পথ সভা করলেন তিনি। এর ফলে আগামী দিনে চৌদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠন আরো বেশী মজবুত এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জী, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের ডাইরেক্টর অরুপ কুমার খাঁ, ইন্দাস ব্লক সভাপতি সেখ হামিদ। চৌদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সন্তোষ মুখার্জি, সোনামুখী পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মিহির মুখার্জি সহ অন্যান্য বরিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা ।
সন্তোষ মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমার ওয়ার্ডে বিরোধী বলে কিছু নেই। এখানে সাধারণ মানুষরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলের পাশেই রয়েছে।
Bankura Municipality Election রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন সোনামুখী পৌরসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীরা
এগরা পৌরসভা নির্বাচনের প্রাককালে ৮ নং ওয়ার্ডে তৃণমূলের সংগাঠনিক সভা হলো
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে জোর কদমে রবিবাসরীয় প্রচার চালালেন সোনামুখী পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাসুরী কুমার ঘর। হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই পৌরনির্বাচন। তার আগে রাত দিন এক করে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। রবিবার তিনি দশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল করেন। কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিনের এই প্রচারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাশুরী কুমার রঘ ছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পৌরসভার বিদায়ী পৌর প্রশাসক অর্চিতা বিদ, বড়জোড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কালিদাস ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্বরা।
বাসুরী কুমার ঘর বলেন, শান্তিপূর্ণ ভাবে আমরা নির্বাচন প্রচার চালাচ্ছি মানুষের উচ্ছাস রয়েছে 100% জয়লাভ করবো। এখানে বিরোধী বলে কিছু নেই।
বাঁকুড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি নিয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন সোনামুখী পৌরসভার এগার নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ পাল। রবিবার বিকেলে নীল-সাদা শাড়ি পড়ে যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রাথমিকভাবে এমনটা মনে হতেই পারে সকলের। পাশাপাশি ওয়ার্ডের মহিলারাও নীল-সাদা শাড়ি পড়ে মিছিলে অংশ নেন । অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ পাল হাত জোর করে সাধারণ মানুষদের কাছে আবেদন রাখেন আগামী পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার। এদিনের এই নির্বাচনী প্রচারে অভিজিৎ পাল ছাড়াও উপস্থিত ছিলেন সোনামুখী ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি মহিদুল মিদ্দা অন্যান্য নেতৃত্বরা।
অভিজিৎ পাল বলেন, সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি জনসমর্থন ভাল রয়েছ। জয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন 100% আমি জয়লাভ করবো।