Wednesday, December 4, 2024
- Advertisement -

Bhatpara Municipality,ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে পৌরসভার অন্তর্গত নাগরিকদের টেক্স প্রদানের অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো।

- Advertisement -

নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা:- উত্তর ২৪ পরগনা ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে পৌরসভার অন্তর্গত নাগরিকদের টেক্স প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো৷ সাধারণ মানুষের সৎসঙ্গের কথা ভেবেই, এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে, প্রত্যেকটি ওয়ার্ড এর নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দিনে অনলাইনের মধ্য দিয়ে সমস্ত রকম ট্যাক্স প্রদান করতে পারবেন ভাটপাড়া পৌরসভা নাগরিকেরা। পাশাপাশি কোন নাগরিকের সমস্যা থাকলে নির্দিষ্ট ফোন নম্বরে ফোন করলে বাড়িতে পৌঁছে যাবে পৌর কর্মীরা। সেখান থেকেই অনলাইন পেমেন্ট এর মধ্যে দিয়ে বিল প্রদানের ব্যবস্থা করা হয়েছে, পৌরসভার উদ্যোগে এমনটাই জানালেন বিধায়ক সোমনাথ শ্যাম।Bhatpara Municipality,Bhatpara Municipality

Bhatpara Municipality,ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে পৌরসভার অন্তর্গত নাগরিকদের টেক্স প্রদানের অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো।

MORE NEWS – চিত্তরঞ্জন শহরে তৃণমূলের বিরাট রোড শো, প্রচারে শত্রুঘ্ন সিনহা।

কাজল মিত্র :- ২০১৪ সালে আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জয়লাভ করে ছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু এখন তিনি তৃণমূলে যোগদান করার পর পুনরায় আসানসোল লোকসভা নির্বাচন এর ঘোষণা হয়। এতে প্রতিটি দলের প্রার্থীরা রীতিমত ভোট ময়দানে ।তবে আসানসোলের লোকসভা আসন যেমন দখল করা তৃণমূলের প্রধান লক্ষ্য। ঠিক তেমনই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহাকে লোকসভায় পৌঁছে বিরোধী পক্ষ বিজেপিকে বিশেষ বার্তা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোট ময়দানে নেমেছেন শত্রুঘ্ন সিনহা ভোট প্রচারের দিন ঘোষণা হবার পর থেকেই তিনি প্রতিনিয়ত প্রচার চালিয়ে যাচ্ছেন। কখনো আসানসোল কখনো কুলটি আবার কখনো কয়লা অঞ্চল রানীগঞ্জ ও জামুড়িয়া।বিভিন্ন জায়গায় প্রচারের পাশাপাশি রবিবার চিত্তরঞ্জন রেল শহরেও প্রচার সারলেন তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। CONTINUE READING

MORE NEWS – ব্যারাকপুরে গড়ে উঠছে সত্যজিৎ রায় ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে একটি সংগ্রহশালা৷

Tv 20 Bangla:- কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ আট বছর ব্যারাকপুর অঞ্চলে বসবাস করেছিলেন৷ তার বিশ্ব বিখ্যাত লেখা পথের পাঁচালী, সেই লেখা এবং সিনেমার আগামী ৩০ শে এপ্রিল এই বিশেষ দিনে পথের পাঁচালীর সিনেমার প্রকাশ এবং শুটিং শেষ করেন সত্যজিৎ রায়৷ সে কারণেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং পথের পাঁচালী কে স্মরণ করে রাখতে ব্যারাকপুর অঞ্চলে গড়ে উঠেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপরে একটি কমিটি৷ CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments