দক্ষিন দিনাজপুরঃ- নিজের ২৯ তম জন্মদিন একটু অন্য ভাবে পালন করলেন দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এক সহৃদয় যুবক। সোমবার নিজের ২৯ তম জন্মদিন দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত তপনের ভিখাহার বৃদ্ধাশ্রমের (Bhikhahar Bridasshram) সকলকে সাথে নিয়ে জন্মদিন পালন করলেন গঙ্গারামপুরের যুবক গৌরব কুন্ডু। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন বৃদ্ধাশ্রম গলির মধ্যে উল্লেখযোগ্য তপন থানার অন্তর্গত ভিকাহারের বৃদ্ধাশ্রম। বিগত দুবছর ধরে করণা মহামারীর কারণে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন হাত গুটিয়ে নিয়েছে এই বৃদ্ধাশ্রমের সাহায্যের তবে এই বৃদ্ধাশ্রমে অনেক সংগঠন সাহায্য করলেও বহু কষ্টে দিনযাপন করেন বৃদ্ধাশ্রমে থাকা সকলেই। এইমত অবস্থায় ওই বৃদ্ধাশ্রমে থাকা সকলের কথা চিন্তা করে নিজের ২৯ তম জন্মদিন বৃদ্ধাশ্রমে থাকা সকলের সাথে পালন করার উদ্যোগ নেন গঙ্গারামপুরের গৌরব কুন্ডু।
এদিন তিনি বৃদ্ধাশ্রমে থাকা মা দের দুপুরের খাদ্যের ব্যবস্থা করার পাশাপাশি তাদের জন্য মাস্ক স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রী হাতে তুলে দেন তিনি। সামাজিক দায়বদ্ধতা থেকে সরে এসে এমন এক মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুরের যুবক গৌরব কুন্ডুর এই মানবিক উদ্যোগকে সকলে স্বাগত জানানোর পাশাপাশি প্রাণ ভরে সবাই আশীর্বাদ করেছেন তা বলাই বাহুল্য।
Bhikhahar Bridasshram গঙ্গারামপুরের এক সহৃদয় যুবক, জন্মদিন একটু অন্য ভাবে পালন করলেন।
MORE NEWS – Habibpur Assembly হবিবপুর বিধানসভা কেন্দ্রে সংগঠনকে শক্ত করতে আসরে নামল ব্লক নেতৃত্ব।
মালদাঃ- পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে হবিবপুর বিধানসভা (Habibpur Assembly) কেন্দ্রে সংগঠনকে শক্ত করতে আসরে নামল ব্লক নেতৃত্বদের সাথে নিয়ে জেলা এবং প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। রবিবার বিকেলে প্রথমে বামনগোলার পাকুয়াহাটে এবং পরে হবিবপুরের কেন্দপুকুরে কর্মীসভা করলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ এর রাজ্য কো-অর্ডিনেটর মোস্তাক আলম।সঙ্গে ছিলেন রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ্যর মালদা জেলা কো-অর্ডিনেটর মাসুদ আলম। এছাড়াও ছিলেন কংগ্রেসের নেতৃত্ব বিশ্বনাথ রায়,সারোয়ার জাহান, অর্জুন হালদার সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। CONTINUE READING
Harischandrapur ভুটভুটি উল্টে গুরুতর ভাবে জখম চালক সহ মোট পাঁচজন।
Disham Adibasi Gaonta দিশম আদিবাসী গাঁওতা পক্ষ থেকে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো।
Onda Thana বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ওন্দা থানা আয়োজিত রক্তদান শিবির।