Friday, December 6, 2024
- Advertisement -

BJP বিজেপির নতুন সম্পাদক মন্ডল নিয়ে ক্ষোভ, পদ থেকে পদত্যাগ একাধিক নেতার।

- Advertisement -

ময়নাগুড়ি, কনক অধিকারী:- বিগত দিনের মন্ডল কমিটিকে না জানিয়েই নতুন কমিটি গঠন, যার ফলে পদ থেকে পদত্যাগ করলেন একাধিক নেতৃত্ব। বিগত দিনের মন্ডল কমিটি 16 জনের মধ্যেই 10 জন কে না জানিয়ে সম্পাদক মন্ডল কমিটি গঠন করা হয়। তাদের দাবি এখন যাদের সম্পাদক মন্ডল কমিটিতে রাখা হয়েছে তারা কোনদিন কোন সভা বা মিছিলের সাথে ছিল না তবে তাদেরকে কি করে প্রথম সারিতে নিয়ে আসা হল তার ফলেই পদের পদত্যাগ করলেন। ময়নাগুড়ি দক্ষিণ মন্ডল ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব। সোমবার নিজেদের দলীয় পদ থেকে পদত্যাগ করেন জয় কান্ত রায়, বর্তমান কমিটির ভাইস প্রেসিডেন্ট, তার সাথে নিমাই রায়, নিমাই দাস সম্পাদক, জেলা সম্পাদক অমল চন্দ্র রায়, ধনেশ্বর রায়,শংকর সরকার, রাকেশ রায়। তার সাথে বিভিন্ন মোর্চার বদ অধিকারী রা পদত্যাগ করলেন। BJP

BJP বিজেপির নতুন সম্পাদক মন্ডল নিয়ে ক্ষোভ, পদ থেকে পদত্যাগ একাধিক নেতার।

MORE NEWS – Bankura বাঁকুড়া সফরে আসছে মুখ্যমন্ত্রী তার প্রস্তুতি সভা করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

সৈয়দ মফিজুল হোদা, বাঁকুড়া:- বিধানসভা নির্বাচনের পর প্রথমবার বাঁকুড়া জেলা(Bankura)সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় (Bankura) বুথ ভিত্তিক একটি কর্মীসভা করবেন তিনি। সোমবার তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো ইন্দাস ব্লকের রোল অঞ্চলের রোল হাট তলা এলাকায়। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের নেতৃত্বে এবং রোল অঞ্চলের সহযোগিতায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। যেখানে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক ও এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ ভিত্তিক কর্মীসভাতে কিভাবে বেশি সংখ্যক দলীয় কর্মী নিয়ে যাওয়া যায় তাই নিয়ে এই প্রস্তুতি সভায় আলোচনা হল। পাশাপাশি সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে পাখির চোখ করছেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। CONTINUE READING

MORE NEWS – MP Somitra Khan আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবিতে সরব বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

Tv20 Bangla:- রাজ্যে ২৩ টি জেলা ভেঙে ৪৬ টি জেলা করা হলে কেন আমরা আলাদা জঙ্গলমহল রাজ্য চাইবো না। কলকাতা যেভাবে জঙ্গলমহলকে সবদিক থেকে বঞ্চিত করে চলেছে তাতে আমি জঙ্গলমহল রাজ্যের দাবির পক্ষে সহমত। এ ব্যাপারে আমি কেন্দ্রের কাছে দাবি জানাব। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments