Friday, December 6, 2024
- Advertisement -

CAA আইন বাতিল করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন, লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী।

- Advertisement -

Tv20 Bangla:- বহরমপুর লোকসভার সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সংসদের আসন্ন বর্ষা অধিবেশনে গতকাল নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন ।  অধীর চৌধুরী তার চিঠিতে পাকিস্তানি হিন্দুর রিপোর্ট উদ্ধৃত করে বলেছেন পাকিস্তানি হিন্দু ভারতীয় নাগরিকত্ব অর্জনে ব্যর্থ হয় এবং তারা দেশে ফিরে যেতে বাধ্য হয়। অধীর রঞ্জন চৌধুরী, অমিত শাহকে  চিঠিতে আরও বলেছেন আপনি যে CAA নামক একটি অ-বিবেচ্য আইন পাস করেছেন সেই আইন দুই বছরেরও বেশি সময় হয়ে গেছে, কিন্তু এর অন্তর্নিহিত অসাংবিধানিকতার কারণে আপনি এটি বাস্তবায়ন করতে সক্ষম নন। তাই এ কারণে পাকিস্তানি হিন্দুরা ভারতে নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়ে পাকিস্তানে ফিরে যাচ্ছে, এটা হতাশাজনক। সাংসদ অধীর চৌধুরী আরও বলেছেন যে সিএএ একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে কার্যকর করা যাবে না। এবং আমি নিশ্চিত যে সিএএ বিচার বিভাগীয় তদন্তের কোনোদিনই মুখোমুখি হবে না।” সাংসদ অধীর চৌধুরী আরও বলেছেন যেভাবে তিনটি খামার আইন প্রণীত হয়েছিল সেভাবে সিএএ বাতিল করা উচিত।

CAA আইন বাতিল করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন, লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী।

MORE NEWS – প্রগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও কাওয়াগাব হারিপোতা শিশু সঙ্ঘের যৌথ উদ্যোগে রক্তদান শিবির।

ময়নাগুড়ি, কনক অধিকারী:-  প্রগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও কাওয়াগাব হারিপোতা শিশু সঙ্ঘের যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েত কাওয়াগাব এলাকায় হারিপোতা স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রামশাই গ্রাম পঞ্চায়েতের সভাপতি দ্বিগেন্দ্রনাথ অধিকারী এবং হারিপোতা স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নরেশ রায়। ক্লাব সম্পাদক রঞ্জন রায় সহ সকল সদস্যবৃন্দ। হারিপোতা শিশু সঙ্ঘের ক্লাব প্রেসিডেন্ট আচ্ছা মোহন রায় জানান, এদিনের এই রক্তদান শিবির প্রয়াত সর্গিয় রবিন্ রায়ের স্মৃতির উদ্দেশ্যে। স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ৩৬ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে, CONTINUE READING

পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার ৩২৫ বোতল দেশী মদ গ্রেপ্তার চার ব্যক্তি।

রান্না ঘরের তেল চিটচিটে ভাব পরিস্কার করুন সামান্য কিছু জিনিস দিয়ে।

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের পঁচেট মোড়ে, দেশি মদ বিক্রির জন্য পোস্টার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments