Saturday, December 7, 2024
- Advertisement -

Covid Vaccine আজ থেকে শুরু হলো বারাসাত গার্লস স্কুলে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীদের ভ্যাকসিন দেওয়া ৷

- Advertisement -

নিশীথ দাস, রাজু দাস, – উত্তর 24 পরগনা বারাসাত :-  আজ ৩ জানুয়ারি সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে স্কুল পড়ুয়াদের প্রথমধাপের টিকাকরণ। ১ জানুয়ারি থেকেই শুরু হয়েছে কো-উইন পোর্টালে নাম নথিভুক্তকরণের কাজ। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ১৫ থেকে ১৮ বছর বয়সি, প্রায় ৬ লক্ষেরও বেশি নাবালক-নাবালিকারা কো-উইন প্ল্যাটফর্মে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছে। ভারতে আপাতত কেবল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও জ়াইডাস ক্যাডিলার জ়াইকোভ-ডি ভ্যাকসিনই অনুমোদন পেয়েছে। তবে জ়াইডাসের টিকা এখনও দেশের টিকাকরণ কর্মসূচির অন্তর্ভুক্ত না হওয়ায়, ছোটদের কোভ্যাক্সিনের টিকাই নিতে হবে। তাই প্রাপ্তবস্কদের জন্য একাধিক টিকার মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ থাকলেও, ছোটদের ক্ষেত্রে সেই সুযোগটা সীমিত। Covid Vaccine

১৫-১৮ বছর বয়সিদের নাম নথিভুক্তের প্রক্রিয়া সরকারি নির্দেশিকা অনুযায়ী, কো-উইন প্ল্যাটফর্মে ছোটদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া, প্রাপ্তবয়স্কদের নাম নথিভুক্ত করার মতোই হবে। একই সঙ্গে রাখা হচ্ছে ওয়াক-ইন রেজিস্ট্রেশনের সুযোগও। এক্ষেত্রে সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় নথি পেশ করলেই ১৫ থেকে ১৮ বছর বয়সিদের নাম কো-উইন প্ল্যাটফর্মে নথিভুক্ত করে নেওয়া হবে এবং উপলব্ধ স্লট অনুযায়ী করোনা টিকা দেওয়া হবে। পাশাপাশি বারাসাত পৌরসভার উদ্যোগে আজ ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো বারাসাত গার্লস স্কুলে । বারাসাত গার্লস হাইস্কুলের মোট 200 জন ছাত্রীকে আজ ভ্যাকসিন দেওয়া হবে । নাইন থেকে টুয়েলভ এর মধ্যে অর্থাৎ ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ৭০০ বেশি মেয়েদের তালিকা তৈরি করেছে বারাসাত গার্লস স্কুল । তাদেরকে পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়া হবে । যদিও আজকের ভ্যাকসিনের প্রাধান্য দেওয়া হয়েছে এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন সেই সব ছাত্রীদেরকে।

Covid Vaccine আজ থেকে শুরু হলো বারাসাত গার্লস স্কুলে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীদের ভ্যাকসিন দেওয়া ৷

এই সপ্তাহে মঙ্গলাহাট বন্ধ

More News-  পোস্ত চাষ রুখতে দুবরাজপুরের আবগারি ও থানার যৌথ অভিযান

সেখ ওলি মহম্মদ বীরভূম :- বছরের পর বছর পোস্ত চাষের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে বীরভূম জেলার আবগারি দপ্তর। এই অভিযান চালানোই এখন জেলায় পোস্ত চাষ এক প্রকার বন্ধ হোয়ে গেছে। কিন্তু তবুও কিছু অসাধু ব্যক্তি আবার পোস্ত চাষ করছেন কিনা তা নিয়ে আজ বীরভূম জেলার দুবরাজপুরের আবগারি দপ্তর ও দুবরাজপুর থানার যৌথ উদ্যোগে দুবরাজপুর ব্লকের যশপুর অঞ্চল, পদুমা অঞ্চল এবং হেতমপুর অঞ্চলের বেশ কিছু জায়গায় পোস্ত বিরোধী অভিযান চালানো হয়। এই অভিযানের নেতৃত্ব দেন দুবরাজপুর আবগারি ওসি সাইদুল ইসলাম। এদিন বিভিন্ন এলাকার মাঠগুলো পরিদর্শন করা হয়। পাশাপাশি পোস্ত চাষ রুখতে এলাকায় মাইকে প্রচার করা হয় এবং সচেতনতার জন্য লিফলেট বিলি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments