Tv20 Bangla:- সরকারী সার ও কীটনাশক সাধারণ কৃষকদের না দিয়ে মাটিতে পুঁতে ফেলার অভিযোগ তুলে এবার ডেপুটেশন দিল বামেরা (CPIM)। মঙ্গলবার সিপিআইএম (CPIM) বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতির নেতৃত্বে বাঁকুড়া জেলা কৃষক সমিতির পক্ষ থেকে খাতড়া মহকুমাশাসককে ডেপুটেশন দেওয়া হয়। মোট চার দফা দাবি রয়েছে ওই ডেপুটেশনে। এদিনের কর্মসূচীতে অজিত পতি ছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা কৃষক সমিতির সভাপতি পার্থ প্রতিম মজুমদার সহ অন্যান্যরা। প্রসঙ্গত, কয়েক দিন আগে বেশ কিছু সার ও কীটনাশক খাতড়ার গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বনকাটী গ্রাম সংলগ্ন কংসাবতী নদীর চরের মাটি খুঁড়ে বের করেন ঐ এলাকার মানুষ । এই ঘটনার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিরোধী বাম-বিজেপির দাবি উদ্ধার হওয়া ঐ কীটনাশক ও সার সরকারী সম্পত্তি।
যা চাষীদের বিনামূল্যে সরবরাহের কথা ছিল। আর তা না করে অসাধু উপায়ে বিক্রির চেষ্টা করেছিল শাসক দলের একাংশ। ঐ কাজ করতে না পেরেই মাটিতে তা পুঁতে ফেলা হয়েছিল বলে অভিযোগ। এদিন খাতড়া সিপিআইএম কার্যালয় থেকে বাঁকুড়া জেলা কৃষক সমিতির সদস্যরা মহকুমাশাসকের দপ্তরে পৌঁছান। সেখানে এক সভায় বক্তব্য রাখেন উপস্থিত বাম নেতৃত্ব। পরে এক প্রতিনিধি দল মহকুমাশাসকের দপ্তরে গিয়ে তাদের দাবিপত্র তুলে দেন।বিষয়টি নিয়ে খাতড়ার এসডিও মৈত্রী চক্রবর্তী জানান, অভিযোগ খতিয়ে দেখা হবে। পুলিশ ওই সার বাজেয়াপ্ত করেছে, তদন্ত চলছে।
CPIM সরকারী সার ও কীটনাশক সাধারণ কৃষকদের না দিয়ে মাটিতে পুঁতে ফেলার অভিযোগে ডেপুটেশন দিল বামেরা।
MORE NEWS – World Inequality বিশ্বজুড়ে ধনী ও গরিবের মধ্যে অসমতা বেড়েই চলেছে।
মুকিতুর রহমানঃ- করোনা মহামারির প্রভাবে গত আড়াই বছর ধরে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিতিশীলতায় তীব্র হয়েছে ধনী-গরিব বৈষম্য (World Inequality)। বিশ্বে প্রতি ৩০ ঘণ্টায় সৃষ্টি হচ্ছে একজন নতুন বিলিয়নিয়ার। আবার মূল্যস্ফীতি ও আয় কমায় দৈনিক গড়ে সাত লাখ মানুষ চলে যাচ্ছে দারিদ্র্যসীমার নিচে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে এসব তথ্য জানিয়েছে অক্সফাম। বিশ্বজুড়ে ধনী ও গরিবের মধ্যে অসমতা বেড়েই চলেছে। করোনা মহামারির প্রভাবে ব্যাপক মূল্যস্ফীতির মাঝেই প্রতি ৩০ ঘণ্টায় একজন করে নতুন শতকোটি ডলারের মালিক বা বিলিয়নিয়ার তৈরি হয়েছে। ফোর্বস সাময়িকীর তালিকা ও বিশ্বব্যাংকের উপাত্ত বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছে যুক্তরাজ্যভিত্তির দাতব্য সংস্থা অক্সফাম। অক্সফাম বলছে, করোনাকালে বিশ্বে নতুন করে ৫৭৩ জন ব্যক্তি শতকোটিপতি বা বিলিয়নিয়ার হয়েছেন। CONTINUE READING