Saturday, December 7, 2024
- Advertisement -

Dadagiri দাদাগিরি মঞ্চ কাঁপিয়ে দাদাগিরি ট্রফি জয় করে আনল জয়পুরের গৃহবধূ মাম্পি মন্ডল।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- দাদার সঙ্গে দাদাগিরি মঞ্চ কাঁপিয়ে দাদাগিরি ট্রফি জয় করে আনল বাঁকুড়ার জয়পুরের গৃহবধূ মাম্পি মন্ডল। মাম্পির এই কৃতিত্বের খুশি তার পরিবারের সদস্যরা সহ গোটা জয়পুরবাসী। দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলীকে সামনাসামনি দেখার এবং তার সঙ্গে খেলার ঘোর যেন এখনো কাটছে না জয়পুরের বনলতা রিসোর্ট এর মালিক মহাদেব মন্ডলের পুত্রবধূ মাম্পি মন্ডলের। মাম্পির আশা দাদাগিরির প্লাটফর্মে বনলতা রিসোর্ট এর নাম ছড়িয়ে দেওয়ায় তাদের এই রিসোর্ট ভারতবর্ষের মানুষের পরিচিত হয়ে উঠবে। শ্বশুরমশাই মহাদেব মণ্ডল অক্লান্ত পরিশ্রম করে এই রিসোর্ট দাঁড় করিয়েছেন। পরে মহাদেববাবুকে সাহায্য করতে এগিয়ে আসে তার ছেলে অমিত মন্ডল। মাম্পির কোথায় ‘আমার শ্বশুরমশাই আর স্বামীর স্বপ্ন এই বনলতা রিসোর্ট। আমিও চাই আমাদের রিসোর্টের নাম রাজ্য ছেড়ে গোটা দেশে ছড়িয়ে পড়ুক। দাদাগিরির মঞ্চে দাদাকে সেই কথা বললাম। দাদাকে আমাদের রিসোর্টে আসার আমন্ত্রণ জানিয়ে এসেছি। তিনি আমাকে কথা দিয়েছেন সময় করে নিশ্চয়ই একবার বনলতা ঘুরে যাবেন। আমরা সবাই এখন সেই দিনটার অপেক্ষায় রয়েছি’। Dadagiri,Dadagiri,Dadagiri

সম্প্রতি দাদাগিরির খেলোয়াড় হিসাবে কলকাতা পাড়ি দিয়েছিলেন মাম্পি মন্ডল। ওই এপিসোডে অন্য প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সব প্রশ্নের উত্তর দিয়ে মাম্পি দাদাগিরির পদক জিতে নেয়। বউমা মাম্পির জন্য গর্ব অনুভব করছেন বনলতা রিসোর্ট এর মালিক মহাদেব মণ্ডল। তিনি বলেন ‘বউমার এই সাফল্যে আমি খুব খুশি। আমি আশা করব ওরা বনলতাকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমি কুড়ি বছর ধরে বনলতা রিসোর্টকে ছোট থেকে বড় করেছি। সেই রিসোর্টকে আজ বউমা বহু মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছে। আমি চাইবো বউমা আরো এগিয়ে যাক’। বাঁকুড়ার জয়পুরের জঙ্গলের ধারে গড়ে উঠেছে এই বনলতা রিসোর্ট। যেখানে একাধিক বিলাসবহুল ঘর এবং সভা-সমিতি করার জন্য হলঘর রয়েছে। রয়েছে ইমু পাখি থেকে ধবধবে সাদা ঘোড়া পর্যন্ত। পর্যটন মৌসুমে পর্যটকের ঢল নামে এই রিসোর্টে।

Dadagiri দাদাগিরি মঞ্চ কাঁপিয়ে দাদাগিরি ট্রফি জয় করে আনল জয়পুরের গৃহবধূ মাম্পি মন্ডল।

সাইকেলের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ আহত ২। 

কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই বনলতার নাম এতটাই ছড়িয়েছে যে অনেক আগে থেকে রুম বুক না করলে পাওয়াই যায় না। বনলতার নিজস্ব সবজি খামার রয়েছে। ওই খামারের সবজি অতিথিদের খাওয়ানো হয়। এছাড়াও তৈরি করা হয় সুস্বাদু রসগোল্লা ও ঘি। যা দাদাগিরিতে দাদার জন্য নিয়ে গিয়েছিল মাম্পি মন্ডল। তিনি বলেন ‘আমাদের বনলতায় ইমু পাখি থেকে কোয়েল পাখি সবই রয়েছে। দাদার জন্য ইমু পাখির ডিম নিয়ে যাবার ইচ্ছে ছিল কিন্তু এখনতো ইমু পাখি ডিম দেয় না, তাই নিতে পারিনি। তবে কোয়েল পাখির ডিম নিয়ে গিয়েছিলাম।

এছাড়াও আমাদের রিসোর্ট এর বিখ্যাত ঘি, হলুদ মুড়ি এবং পোস্তর বড়া ছাড়াও আমাদের রিসোর্টে তৈরি বড় সাইজের রসগোল্লা তার জন্য নিয়ে গিয়েছিলাম। যা দেখে সৌরভ গাঙ্গুলী খুব খুশি হয়েছেন। দাদাগিরি দিদিগিরির ব্যাপারটা নয়। আমি চেয়েছিলাম দাদাগিরির মতো একটা মস্তবড় প্লাটফর্মে বনলতাকে নিয়ে যেতে। সেটা নিয়ে যেতে পেরে আমি খুব খুশি। এখনো বহু মানুষ আমাদের রিসোর্টে আসছেন। আশা করছি দাদাগিরির এই পর্ব দেখার পরে আরো বহু মানুষ আমাদের রিসোর্টে আসবেন’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments