Wednesday, December 4, 2024
- Advertisement -

Disham Adibasi Gaonta দিশম আদিবাসী গাঁওতা পক্ষ থেকে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো।

- Advertisement -

Tv20 Bangla:- মেমারি দু’নম্বর ব্লকের সাতগেছিয়া তে দিশম আদিবাসী গাঁওতা (Disham Adibasi Gaonta) পক্ষ থেকে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো। মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না, বাস্তুভিটা থেকে কোন ভাবেই উচ্ছেদ করা যাবে না, তাদের শ্মশান স্থান গুলিকে স্বীকৃতি দিতে হবে সহ মোট পাঁচ (5)দফা দাবি নিয়ে এ দিনে তাদের এই মিছিল এবং সভা। সাতগেছিয়া স্পোটিং ক্লাবের মাঠের পার্শ্ববর্তী ময়দান থেকে বিসকভার মোড় পর্যন্ত মিছিল করা হয়, পুনরায় সাতগেছিয়া বাজারে মিছিল এসে শেষ হয়। মিছিলের শেষে সাতগেছিয়া চৌমাথায় একটি প্রতিবাদ সভা করা হয়। দৃষ্যম আদিবাসী গাঁওতা সদস্যদের পাশাপাশি এলাকার আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ এই কর্মসূচিতে অংশ নেন এই দিনে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী গাঁওতা রাজ্য সভাপতি লবণ হাজদা, পূর্ব বর্ধমান জেলা সংগঠনের সভাপতি বিপিন মান্ডি, মেমারি দু’নম্বর ব্লকের সভাপতি সনাতন হজদা, ফুলোজানুর সম্পাদিকা বাসন্তী মান্ডি, কালনা জন কমিটি সম্পাদক দিলীপ হাঁসদা সহ অন্যান্যরা।

Disham Adibasi Gaonta দিশম আদিবাসী গাঁওতা পক্ষ থেকে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো।

MORE NEWS – Annual General Meeting অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স‌‌‌ কল্যাণ সমিতির এজিএম অনুষ্ঠিত।

মুকিতুর রহমানঃ- বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ২০২১ সালের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting) (এজিএম) আজ (২৮ মে) সকালে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিয়ার রহমান। CONTINUE READING

MORE NEWS – Google গুগোলে দেড় কোটি টাকার চাকরি পেলেন কৃষ্ণনগরের দেবর্ষি মৈত্র।

নদীয়া কৃষ্ণনগর:- স্বপ্ন ছিল বড় তাই প্রচেষ্টাও যথাসাধ্য। লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলার নামই সংগ্রাম। সেই সংগ্রামে সাফল্যে মেলায় খুশি পরিবার থেকে প্রতিবেশী ও শিক্ষকরা। ছাত্রের এই সাফল্য অর্জনের খবর পেয়েই খুশি শিক্ষক-শিক্ষিকারা। বয়স 23 বছর নাম দেবর্ষি মৈত্র। পেয়েছেন গুগলে (Google) চাকরি। বেতন বছরে 1 কোটি 40 লক্ষ টাকা। এই সংবাদে খুশি কৃষ্ণনগর ঘূর্ণির মৈত্র পরিবার। ছেলে গুগলে চাকরি পেয়েছে এটা শুনেই খুশি তার পরিবার ও এলাকার মানুষ। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments