Wednesday, December 4, 2024
- Advertisement -

F.O.W.B.T.O ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপেরেটর এসোসিয়েশন এর আলোচনা সভা অনুষ্ঠিত হলো।

- Advertisement -

ময়নাগুড়ি, কনক অধিকারী:– F.O.W.B.T.O ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপেরেটর এসোসিয়েশন রবিবার এদিনের আলোচনা সভায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহার এই চারটি জেলার বিভিন্ন ট্রাক সংগঠনের প্রতিনিধি ও মালিকেরা উপস্থিত হয়েছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে সংগঠনের রাজ্য সভাপতি সুভাষ বোস, রাজ্য সম্পাদক সজল ঘোষ প্রমুখ জানান, এদেন মূলত চারটি জেলার ট্রাক মালিকদের নানাবিধ সমস্যার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। গাড়ি চালানোর ক্ষেত্রে গাড়ি ট্রাক মালিকদের যে সমস্ত সমস্যা গুলি সম্মুখীন হচ্ছেন এইসব বিষয়গুলি নিয়ে সর্বসমক্ষে তুলে ধরা হয়। সমস্যা গুলি হল সরকার 15 বছর অতিক্রান্ত হওয়া গাড়ি গুলোকে যদি রাস্তায় চলাচল করার পাশাপাশি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা বা অনুমতি না দেয় তাহলে উল্লেখিত জেলাগুলির অধিকাংশ ট্রাক মালিক বেকার হয়ে যাবেন।গ্রীন বেঞ্চ এর ঘোষণা অনুযায়ী বর্ষার মৌসুমে তিন মাস নদী থেকে বালি পাথর মজুরি ইত্যাদি উত্তোলনের বিধি-নিষেধ জারি করার ফলে উল্লেখিত জেলার ট্রাক মালিকরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন।

F.O.W.B.T.O ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপেরেটর এসোসিয়েশন এর আলোচনা সভা অনুষ্ঠিত হলো।

MORE NEWS – Utsargo Prokalpo গভীর রক্ত সংকট রক্তের অভাব মেটাতে ‘উৎসর্গ’ প্রকল্পের মাধ্যমে সচেষ্ট জেলা পুলিশ।

অভিজিৎ ঘটক,বাঁকুড়াঃ- “Utsargo Prokalpo” রক্ত এক এমন জিনিস যা কোন মেশিন দিয়ে তৈরি করা যায় না, মানুষের প্রয়োজনে মানুষকে এগিয়ে আসতে হয় রক্ত দানের মতো মহৎ উদ্দেশ্যে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাঁকুড়া জেলার সব ব্লাড ব্যাংক গুলি কার্যত রক্তশূন্য। ইতিমধ্যেই ইতিমধ্যেই ইতিমধ্যেই জেলাজুড়ে ঘটে গেছে অনেক পথদুর্ঘটনা, রক্তের রক্তের অভাবে প্রান গেছে হয়েছে অনেককে। বর্তমানে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় তাই সচেষ্ট জেলা পুলিশ। আজ বাঁকুড়া সদর থানায় বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করা হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা, ডি এস পি ডি এন্ড টি সুপ্রকাশ দাস, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, ভাইসচেয়ারম্যান হীরন চট্টরাজ, সদর আইসি দেবাশীষ পান্ডা সহ আরো অনেকে। CONTINUE READING

Dubrajpur Thana ৭ টি মোটর বাইক আটক করল দুবরাজপুর থানার পুলিশ।

Parulia Rajpara গ্রামে গ্রামে গিয়ে সমস্যা সমাধান করছেন যুব সভাপতি গৌতম অধিকারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments