মালদাঃ- পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে হবিবপুর বিধানসভা (Habibpur Assembly) কেন্দ্রে সংগঠনকে শক্ত করতে আসরে নামল ব্লক নেতৃত্বদের সাথে নিয়ে জেলা এবং প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। রবিবার বিকেলে প্রথমে বামনগোলার পাকুয়াহাটে এবং পরে হবিবপুরের কেন্দপুকুরে কর্মীসভা করলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ এর রাজ্য কো-অর্ডিনেটর মোস্তাক আলম।সঙ্গে ছিলেন রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ্যর মালদা জেলা কো-অর্ডিনেটর মাসুদ আলম। এছাড়াও ছিলেন কংগ্রেসের নেতৃত্ব বিশ্বনাথ রায়,সারোয়ার জাহান, অর্জুন হালদার সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের কর্মী সভায় বক্তব্যে রাখতে গিয়ে তৃণমূল ও বিজেপি’কে একই বস্তুর এপিঠ ওপিঠ বলে তোপ দাগেন কংগ্রেস নেতৃত্বরা। মোস্তাক আলম বলেন, রাজ্য জুড়ে কংগ্রেসের মাদার সংগঠনের সদস্য সংগ্রহ কর্মসূচি শেষ হয়েছে। বর্তমানে ২৫ মে থেকে যুব কংগ্রেসের সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। চলবে আগামী ২৬ জুন পর্যন্ত। অন্যায় ভাবে ২০১৮ সালের পঞ্চায়েতে ভোট লুঠ হয়েছে।
২০২৩ এর পঞ্চায়েত ভোটে এরকম হলে কংগ্রেসের যুবরা লাঠি হাতে মানুষজনকে সাথে নিয়ে তার মোকাবিলা করবে। তাই বেশি বেশি করে বুথস্তরে যুব সদস্য সংগ্রহে জোর দেওয়া হয়েছে। আমাদের টার্গেট ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন। তারপর ২০২৪ এর লোকসভা নির্বাচন। যোগী আর মোদির মডেল করে দিদিও দাঙ্গার রাজনীতি করছে। দিদির আমলে বাংলায় চলছে খুন, জখম, রাহাজানি, লুঠতরাজ, এমজিএনআরইজিএস এর মতো বিভিন্ন প্রকল্পের টাকা লুঠ। এই সমস্ত লুঠতরাজ রুখে দেওয়া সহ আগামী পঞ্চায়েতে ভোট লুঠ রুখে দাঁড়াবে কংগ্রেস এবং মানুষের পাশে সব সময় কংগ্রেসের থাকতে প্রস্তুত।
Habibpur Assembly হবিবপুর বিধানসভা কেন্দ্রে সংগঠনকে শক্ত করতে আসরে নামল ব্লক নেতৃত্ব।
MORE NEWS – Swami Vivekananda দুবরাজপুরের স্বামী বিবেকানন্দ মেলার উদ্বোধন।
বীরভূম, সেখ ওলি মহম্মদ,Tv20 Bangla:- মেলার আক্ষরিক অর্থ হল মিলন। মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয়। কোনো বিশেষ উপলক্ষে হরেক রকম নিত্য প্রয়োজনীয় বা শখের সামগ্রীর পসরা মেলে দোকানীরা যেখানে বসে, ছেলে থেকে বয়স্ক সবাই যেখানে গিয়ে বিনোদনমূলক কেনাকাটা ও খাওয়া-দাওয়া করে, ঘুরে বেড়ায়, তাকেই আমরা এক কথায় মেলা বলে থাকি। কিন্তু বিগত দু’বছর ধরে করোনা অতিমারীর জন্য ভারতবর্ষে বিভিন্ন মেলা বন্ধ রাখা হয়েছিল। CONTINUE READING
Harischandrapur ভুটভুটি উল্টে গুরুতর ভাবে জখম চালক সহ মোট পাঁচজন।