Saturday, December 7, 2024
- Advertisement -

Happy Women’s Day : বিশ্ব নারী দিবস স্পেশাল ।

- Advertisement -

টিভি20 বাংলা ডেস্ক :- শারীরিক অক্ষমতার কারণে ছোট থেকেই চলা ফেরা করতে পারে না, কিন্তু শারীরিক অক্ষমতা বাধা দিতে পারেনি তার পড়াশোনায়। হুইল চেয়ারে বসেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রিয়াঙ্কা পাল। নদীয়ার তাহের পুর থানার বাদকুল্লা উত্তর সুরভীস্থানে বাড়ি প্রিয়াঙ্কা পালের। বাদকুল্লা ভুবনমোহিনী গার্লস হাই স্কুলের ছাত্রী। ছোট থেকেই পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ। প্রিয়াঙ্কা পাল এর ছোট থেকেই অনেক চেষ্টা করেছিল তাকে শারীরিক দিক থেকে সুস্থ করে তোলার জন্য। অনেক চেষ্টা করেও বিফলে গেলেন তারা। Happy Women’s Day

Happy Women's Day : বিশ্ব নারী দিবস স্পেশাল ।

মেয়ে আর পাঁচটা ছেলে মেয়ের মত স্বাভাবিক না হলেও মনের জোর অন্যদের থেকে অনেকটাই বেশি। আর সেই আগ্রহ আর জোর নিয়েই ধাপে ধাপে ক্লাস অতিক্রান্ত করে এবার সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে। নিজের না লিখতে পারলেও মুখে তিনি সব উত্তর বলে দিচ্ছেন। যদিও পর্ষদের অনুমতিতে তার জন্য রাখা হয়েছে রাইটার। আগামীদিনের সে আরো পড়াশোনা করতে চাই। উচ্চমাধ্যমিক অতিক্রান্ত করে কলেজ পাশ করে উচ্চ শিক্ষিত হওয়ার স্বপ্ন রয়েছে তার মধ্যে। তাকে সাহায্য করার কোন খামতি রাখে না তার মা-বাবা। রেখেছেন আলাদা করে গৃহশিক্ষক।

নারী দিবসের দিন এমন ছাত্রীকে আমরাও কুর্নিশ জানাই। প্রিয়াঙ্কা পাল তার মনের শক্তি দিয়ে আরো এগিয়ে যাক। প্রিয়াঙ্কা পাল এর পড়াশোনা উৎসাহ দেখে বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এসেছেন। তারাও আগ্রহ সঙ্গে চাইছেন প্রতিবন্ধকতা দূর করে প্রিয়াঙ্কা পাল যেন সমাজের দৃষ্টি স্থাপন করতে পারে।

Happy Women’s Day : বিশ্ব নারী দিবস স্পেশাল ।

Women’s Day Special : নারী দিবস উপলক্ষ্যে ন্যাশনাল হিউম্যান উয়েলফেয়ার অর্গানাইজেশন এবং ইমারজেন্সি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান শামশেরগঞ্জে।

পাত্রসায়র থানা প্রাঙ্গণে শিশুবান্ধব প্রেক্ষাগৃহ ও মহিলা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার

More News – Women’s Day Special : সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস।

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া :- Women’s Day আজ সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। সমগ্র দেশে এই দিনটি অন্যান্য বছরের ন্যায় এ বছরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদার সহিত পালন করা হচ্ছে। সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রে এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট ছিল দক্ষতা ও জ্ঞানের মাধ্যমে নারীদের স্বয়ংসম্পূর্ণ করা। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments