Thursday, July 10, 2025
- Advertisement -

স্থায়ী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

- Advertisement -

অভিজিৎ হাজরা, হুগলী :- ‌হুগলী জেলার সারদা কেদারপুর গ্রামের সারদা যুব গোষ্ঠী ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ফিউচার ফর নেচার ফাউন্ডেশন -এর পক্ষ থেকে বিনামূল্যে স্থায়ী মেডিকেল ক্যাম্পের স্থাপনা অনুষ্ঠান। যেখানে সহযোগিতায় ছিল ধন্বন্তরি মাল্টিস্পেশালিটি হাসপাতাল।

মুন্ডেশ্বরীর শাখা নদী বেষ্ঠিত সারদা, কাবিলপুর, অমরপুর, কেদারপুর সহ পার্শ্ববর্তী বন্যাকবলিত বিস্তীর্ণ গ্রামাঞ্চলের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন অভিজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ ও মেডিসিন বিশেষজ্ঞরা। উল্লেখযোগ্য উপস্থিত চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. সৌকত সামন্ত, ডাঃ দেবাশীষ বসু, ডা. দিব্যেন্দু মন্ডল, ডা. সঞ্জীব বসাক প্রমুখ। গ্রামবাসীরা এই চিকিৎসা পরিষেবা পেয়ে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিউচার ফর নেচার ফাউন্ডেশন-এর তরফে পরিবেশ শিক্ষক রাজদূত সামন্ত, শিক্ষক সবুজ ধাড়া, ধন্বন্তরি মাল্টিস্পেশালিটি হাসপাতালের প্রতিনিধি শ্রীযুক্ত বিমান দাস, এবং জাঁকরি পুলিশ ক্যাম্পের ইনচার্জ শ্রীযুক্ত চন্দ্রকান্ত মন্ডল।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন ফাউন্ডেশনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ। তিনি জানান, “এই প্রতিকূল ভৌগলিক অঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছাতে বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষজন। তাদের অনুরোধে আমরা আজ সারদা যুব গোষ্ঠীর সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে এই স্থায়ী ও নিয়মিত মেডিকেল ক্যাম্প স্থাপন করলাম। মাসের বিভিন্ন সময়ে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে ১৩টি গ্রাম ও ৫টি পঞ্চায়েতের অন্তর্ভুক্ত প্রায় ৪৫,০০০ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে।”

তিনি আরও বলেন, “সরকারি ও বেসরকারি স্তরে সহযোগিতা পেলে আমরা এই উদ্যোগকে আরও বড় পরিসরে নিয়ে যেতে পারব।” পোগ্রাম এর আয়োজক সুমন পাল বলেন ” গ্রামের মানুষজনের উৎসাহ চোখে পড়ার মতো, বিনামূল্যে এই পরিষেবা পৌঁছে দিতে পেরে আমরা আপ্লুত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments