Wednesday, December 4, 2024
- Advertisement -

IAS (ক্যাডার) আইন সংশোধনের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

- Advertisement -

মেহেবুব মাসুমের প্রতিবেদন :- IAS ক্যাডার আইন সংশোধনের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। ওই আইন সংশোধনের মাধ্যমে আমলাদের নিয়ন্ত্রণের সার্বিক ক্ষমতা কেন্দ্র নিজে হাতে করতে চাইছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এ ধরনের ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং কেন্দ্র-রাজ্য সু সম্পর্কের পক্ষেও ক্ষতিকর হবে। মুখ্যমন্ত্রী ওই আইন সংশোধনের সিদ্ধান্ত বাতিল করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আইন সংশোধনের কেন্দ্র সরকারের এই উদ্যোগ শুধুমাত্র ভারতের যুক্ত রাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থীই নয়, এটি IAS এবং IPS অফিসারদের নিয়ে দেশের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে যে সদ্ভাব বজায় ছিল তাকেও খন্ডন করা হচ্ছে বলে অভিযোগ করেন।

চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা আরও বলেছেন, কেন্দ্রের প্রস্তাবিত সংশোধনে বলা হচ্ছে আমলাদের নিয়ে কেন্দ্র ও রাজ্যের মত বিরোধে কেন্দ্রের পক্ষেই ঝুঁকবে সমাধান। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এ ঘোর অনর্থ। প্রসঙ্গত IAS বা আমলাদের রাশ কেন্দ্র না রাজ্য, কার হাতে থাকবে, সেই নিয়ে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সাধারণত আমলাদের রাশ থাকে কেন্দ্র রাজ্য উভয়ের হাতেই। যখন কেন্দ্রের কাজে কোনও আমলা নিযুক্ত থাকেন তখন তিনি কেন্দ্র সরকারের অধীন, আবার যখন তিনি রাজ্যের কাজে থাকেন তখন তাঁর রাশ থাকে সংশ্লিষ্ট রাজ্য সরকারের হাতে। কিন্তু সম্প্রতি ১৯৫৪ সালের সেই আইএএস (ক্যাডার) আইন সংশোধন করতে চাইছে কেন্দ্র। তাতেই আপত্তি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবিধানকে মান্যতা দিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যেন আঘাত না করা হয়, সেই অনুরোধ প্রধানমন্ত্রীর কাছে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

IAS (ক্যাডার) আইন সংশোধনের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

More News – ওড়িশা উপকূলে দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোস মিসাইল ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করনের সফল পরীক্ষা করলো D R D O

মেহেবুব মাসুমের প্রতিবেদন :- বর্ধিত দেশীয় সামগ্রী এবং উন্নত কর্ম ক্ষমতা সহ ব্রহ্মোস সুপার সনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ২০ শে জানুয়ারী সকাল ১০.৩০ টায়  ব্রহ্মোস সুপার সনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করার জন্য বৃহস্পতিবার ওড়িশার উপকূল থেকে চন্ডিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR) থেকে উৎক্ষেপণ করার জন্য নিয়ে আসা হয় । এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল সফল ভাবেই উৎক্ষেপণ হয়েছে বলে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দপ্তর ট্যুইট করে জানিয়েছেন। Continue Reading

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments