ময়নাগুড়ি, কনক অধিকারী:- শনিবার, ময়নাগুড়ির,সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে ময়নাগুড়িতে প্রতিবাদ মিছিলে, সাংবাদিকবৃন্দ (Journalist)। এদিন মিছিল শেষে ময়নাগুড়ি থানায় একটি ডেপুটেশন দেওয়া হয়। ঘটনাটি ঘটেছিল শুক্রবার কোচবিহার জেলার শীতলকুচি এলাকায়। বালি মাফিয়ার বিরুদ্ধে খবর করতে গিয়ে আক্রান্ত হন দৈনিক সংবাদপত্রের সাংবাদিক মনোজ বর্মন। অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের হাতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হন। সাংবাদিকদের (Journalist) নিরাপত্তা সুনিশ্চিত করতে শনিবার একটি প্রতিবাদ মিছিলে র আয়োজন করা হয় ময়নাগুড়িতে সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে। এদিন একটি পথ সভার আয়োজন করা হয়। পথসভা শেষে থানায় ডেপুটেশন দেওয়া হয়। কেন বারংবার সাংবাদিকদের চোখরাঙানির শিকার হতে হচ্ছে, কেন দুষ্কৃতিকারীদের হুমকির মুখে পড়তে হচ্ছে সাংবাদিকদের। যেখানে নিজের জীবন বিপন্ন করে সাংবাদিকরা তাদের কর্ম ক্ষেত্রে দৌড়ে চলেছে। প্রশাসনের কাছে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এদিন দাবি জানানো হয়।
Journalist সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে ময়নাগুড়িতে প্রতিবাদ মিছিল।
MORE NEWS – Diamond Harbour প্রশাসনিক করনে দ্রুত সমস্যা সমাধান করতে জনসংযোগ সভা কর্মসূচির সূচনা।
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- জেলাসদর আলিপুরে যেতে অনেকটা পথ অতিক্রম করে জেলাশাসকের অফিসে গিয়ে জানাতে হয় অভিযোগ। এর ফলে জেলার মানুষের যেমন সময় নষ্ট করে দুর্ভোগ পোহাতে হয় তেমনি খরচা হয় বেশ কিছু টাকা।আর সেই কারণে সরকারি কাজের জন্য আর কোন অভিযোগ নিয়ে জেলা সদর অফিসে আসতে হবে না অভিযোগকারীর। জেলাশাসক এবং মহকুমা শাসকরাই এবার পৌঁছাবেন উপভোক্তাদের কাছে। তাই শুক্রবার জনসংযোগ প্রকল্পের সূচনা হলো দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার (Diamond Harbour) মহকুমায় ।শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমা শাসকের অফিসে এই প্রকল্পের মূল অনুষ্ঠানটি হয়। জেলার কাকদ্বীপ, বারুইপুর ও আলিপুর সদরের পাশাপাশি ডায়মন্ড হারবার(Diamond Harbour) এই প্রকল্পটির আনুষ্ঠানিকভাবে জেলাশাসক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। CONTINUE READING
Ajoy Dey স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে, শ্রদ্ধেয় জননেতা প্রথম বার্ষিক স্মরণ সভায় জনপ্লাবন।
Nadia Shantipur বিদ্যুৎপৃষ্ট হয়ে শরীরের একাধিক অংশ ঝলসে যায় এক শ্রমিকের।
Bankura Indopur বজ্রপাতের জেরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বাঁকুড়ার ইন্দপুরে।
Congress committee নদীয়ার নাকাশিপাড়া ব্লকে ধর্মদা অঞ্চল কংগ্রেস কমিটির সাংগঠনিক আলোচনা।