জামুড়িয়া, পশ্চিম বর্ধমান:- কালবৈশাখী (Kalbaishakhi) ঝড়ের তান্ডব এর কারণে এক ব্যক্তির বাড়ির টিনের চাল ভেঙ্গে যাওয়ায় বাড়িটিতে বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত শ্যামলা অঞ্চলের ছত্রিশগন্ডা গ্রামে। জানা গেছে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম কেশব বাধ্যকর। স্থানীয় বাসিন্দা সন্তোষ বাধ্যকর জানান যে, হঠাৎ করে চারটে নাগাদ বিপুল বেগে ঝড় শুরু হয়, এই ঝড়ের কারণেই বাড়ির টিনের চাল উড়ে যায় এবং বাড়ির খাট বিছানা থেকে শুরু করে সবকিছুই ভিজে লন্ডভন্ড হয়ে যায়। কোন রকমে পালিয়ে প্রাণে বাঁচেন কেশব। তিনি জানান কেশব একা থাকেন, তার মা ছিলো কিছুদিন আগেই গত হয়েছেন। তার পরিবারে এখন তিনি একাই, তিনি শারীরিক দিক দিয়েও অসুস্থ।
সন্তোষ বাবু জানান যে আমরা স্থানীয় প্রশাসন কে জানিয়েছি কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কাউরির দেখা মিলেনি। তাই আমরা প্রশাসনের কাছে আবেদন করছি যাতে এই গরীব ছেলেটার থাকার একটা সু ব্যাবস্থা করা হয়। তিনি আরো জানান যে প্রশাসন যতক্ষণ না কোন ব্যবস্থা নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পাড়ার প্রতিবেশীরাই আলোচনা করে অস্থায়ীভাবে তার একটা থাকার ব্যবস্থা করব।
Kalbaishakhi কালবৈশাখী ঝড়ের তান্ডব, পাণ্ডবেশ্বর থানার শ্যামলা অঞ্চলের ছত্রিশগন্ডা গ্রামে।
MORE NEWS – Dababrota Das প্রয়াত হলেন পূর্ব মেদিনপুর জেলার সভাধিপতি দেবব্রত দাস।
চয়ন দাস, পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস (Dababrota Das)।দেবব্রত বাবু তমলুক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।দীর্ঘদিন থেকেই তিনি ক্যান্সার রোগে ছিলেন আক্রান্ত। আজ ক্যান্সার এর জেরে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর পেয়ে পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহল শোকাহত। মৃত্যুর খবর পেয়ে মৎস্য মন্ত্রি অখিল গিরি,কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি তরুণ মাইতি, যুব নেতা সুপ্রকাস গিরি, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ছাড়াও অন্যান্য নেতৃত্ত্বরা গভীর শোক প্রকাশ করেন। CONTINUE READING
The foundation stone 2020 সাথেই অক্টোবর রাস্তার শিলার নাস করা হলো, তবে আর রাস্তা হলো না।
Kamtapur people’s party কামতাপুর পিপলস পার্টির বিক্ষোভ মিছিল।
Tournament রামগবিন্দপুরে ধাপাস বল প্রতিযোগিতায় ফাইনাল খেলা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়।