ময়নাগুড়ি, কনক অধিকারী:- 12 মে কামতাপুর পিপলস পার্টি (Kamtapur people’s party) পথ অবরোধ করতে গিয়ে হেনস্তার শিকার হলেন আজ তারই বিক্ষোভ মিছিল। ময়নাগুড়ি, মঙ্গলবার আজ কামতাপুর পিপলস পার্টি ও আকসু প্রত্যেকটি ব্লকে ব্লকে বিক্ষোভ মিছিল করবেন, তার সাথে গন ডেপুটেশন দেওয়া হবে। গত 12 মে বৃহস্পতিবার 1 ঘন্টা পথ অবরোধ করার কথা ছিল, তার 30 মিনিট হতে না হতেই মালদা গজল থানার পুলিশ এসে লাঠিচার্জ শুরু করে। কামতাপুর পিপলস পার্টি (Kamtapur people’s party) দলের সেক্রেটারি, সুভাষ বর্মন, ও দলের প্রত্যেক কর্মীকে হেনস্থা করেন। তার সাথে, মাথাভাঙ্গা, দার্জিলিং, কোচবিহার পঞ্চানন মোড়, হেনস্থা করা হয়, দার্জিলিং নকশালবাড়ি, 17 জনকে হেনস্থা করা হয়। কামতাপুর পিপলস পার্টি তোথা আকসুর সুপ্রিমো নিখিল রায় এর নেতৃত্বে আজ প্রত্যেকটি জেলা জুড়ে বিক্ষোভ মিছিলে শামিল হয়। উপস্থিত ছিলেন, জেলা সম্পাদক বিশ্বনাথ রায়, ব্লক সভাপতি, দীপক রায়, মন্টু রায়, দয়াময় রায়, প্রভাত রায়, নারায়ন রায়, চন্দন রায, আরও অনেকে।
Kamtapur people’s party কামতাপুর পিপলস পার্টির বিক্ষোভ মিছিল।
MORE NEWS – Accident ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ গেল মা ও ছেলের।
Tv20 Bangla:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Accident) প্রাণ হারায় মা এবং এক শিশু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা। মর্মান্তিক এই (Accident) ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার দুর্লভপুর বড়জোড়া রাজ্য সড়কের শ্রীচন্দনপুর পেট্রোল পাম্পের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে একটি ব্লাঙ্কার গাড়ির সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা হলে ঘটনাস্থলে মৃত্যু হয় মোটর সাইকেলে বসে থাকা মা এবং তার ছেলের। মোটর সাইকেলে চালক গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত হয় গঙ্গাজলঘাটি থানা পুলিশ। মৃতদেহ দুটিকে এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। আহত ব্যক্তির চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। CONTINUE READING
Tournament রামগবিন্দপুরে ধাপাস বল প্রতিযোগিতায় ফাইনাল খেলা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়।
Congress committee নদীয়ার নাকাশিপাড়া ব্লকে ধর্মদা অঞ্চল কংগ্রেস কমিটির সাংগঠনিক আলোচনা।
TMC তৃনমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে অপহৃত এক তৃণমূলকর্মী, অপহরণ তদন্তে নেমেছে পুলিশ।
Akhil bharatiya adivasi vikas Parishadএর ডাকে একটি মিছিল ও সভার আয়োজন করা হয়।
Protibad Sova কেন্দ্রের একাধিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, “প্রতিবাদ সভা”।