নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- কিষানজির মৃত্যুর বদলা চেয়ে এবার বাঁকুড়ার সারেঙ্গার গোয়ালবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ার ঘটনায় এদিন সকাল থেকেই চাঞ্চল্য ছড়াল এলাকায়। দুটি পোস্টারের একটিতে সিপিআই ( মাওবাদী) র নাম দিয়ে লেখা হয়েছে’আমাদের নেতা কিষানজীর মৃত্যুর বদলা চাই, এবং দুর্নীতি গ্রস্ত সরকারি কর্মচারীদের সময় এবার শেষ হয়ে এসছে বলে হুমকী দেওয়া হয়েছে। আর একটি পোস্টারে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে লেখা হয়েছে এবার খেলা হবে টিএমসি নেতাদের সাথে। এবার আমরা খেলব টিএমসি নেতাদের সঙ্গে৷ দুটি পোস্টারের শেষে লেখা আছে বল হরি, হরি বোল। এই পোশটার পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সারেঙ্গা থানার পুলিশ। Kisanji,Kisanji,Kisanji
এবং তারা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, গত কালই বোলপুর থেকে ধৃতটিপু সুলতান ও আর্কদীপ গোস্বামী কে খাতড়া আদালতে তোলা হয়। তাদের ৮ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক। বারিকুল থানা নিজেদের হেপাজতে নিয়ে এই দুই মাও কার্যকলাপে যুক্ত যুবককে জেরা করছে। তারই মধ্যে অর্থাৎ ধৃতদের আদালতে তোলার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সারেঙ্গায় মাও পোস্টার সাঁটিয়ে মাওবাদীরা তাদের উপস্থিতি জানান দিল বলেই মনে করা হচ্ছে। এদিকে,এই পোস্টার পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ফের মাও আতঙ্ক ছড়িয়ে পড়ার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
Kisanji কিষাণজির মৃত্যুর বদলা চেয়ে লাল কালিতে পোস্টার বাঁকুড়ার জঙ্গলমহলের।
MORE NEWS – মানিকচক থানার আইসির উদ্যোগে ইফতার পার্টী।
পার্থ ঝা, মালদা, মানিকচক:- পবিত্র রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্রতম মাস। প্রচন্ড দাবদাহ কে উপেক্ষা করেও একমাস রোজা রাখার রীতি রেওয়াজ রয়েছে ইসলাম ধর্মে। ভোরের নামাজ পাঠের পর থেকে শুরু করে সারাদিন বিকেল পর্যন্ত উপোস করে কাটান। বিকেলে নামাজের পরে হয় ইফতার। এই পরম্পরা চলে আসছে বিগত কয়েক হাজার বছর ধরে।আজও সে পরম্পরা কে ধরে রেখেছে ইসলাম ধর্মাবলম্বীরা। আগামী ৩ তারিখ মে অনুষ্ঠিত হবে পবিএ ঈদ।ঈদে মেতে উঠবে আট থেকে আশি সকলেই। ইসলাম ধর্মাবলম্বীদের সাথে সাথে ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে থাকে এই পবিত্র ঈদে। আনন্দে উৎফুল্ল মেতে উঠবে সারাদেশ। CONTINUE READING