গোপাল বিশ্বাস, নদীয়া:- গ্রীস্মের তাপদাহে ব্লাড ব্যংক গুলোতে প্রতিনিয়ত যেভাবে রক্তের সংকট দেখা দিচ্ছে সে কথা মাথায় রেখে এদিন কৃষ্ণনগর (Krishnonagar) জেলা পুলিশের উদ্যোগে নবদ্বীপ থানার পরিচালনায় আয়োজন করে এক স্বেচ্ছায় রক্ত দান শিবিরএর। এ দিন সকাল দশটা থেকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের ব্লাড ব্যংকের সহায়তায়, নবদ্বীপ থানা প্রাঙ্গনে এই রক্ত দান শিবিরের সূচনা হয়। এদিনের এই মহতি অনুষ্ঠানে একাধিক পুলিশ আধিকারিক এর পাশাপাশি উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। পুলিশ প্রশাসনের এধরণের সামাজিক উদ্যোগে উচ্ছসিত হয়ে এই সেচ্ছায় রক্ত দান শিবিরে নবদ্বীপ থানার পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Krishnonagar কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে নবদ্বীপ থানার পরিচালনায় আয়োজন স্বেচ্ছায় রক্ত দান শিবির।
MORE NEWS – Utsargo Prokalpo গভীর রক্ত সংকট রক্তের অভাব মেটাতে ‘উৎসর্গ’ প্রকল্পের মাধ্যমে সচেষ্ট জেলা পুলিশ।
অভিজিৎ ঘটক,বাঁকুড়াঃ- “Utsargo Prokalpo” রক্ত এক এমন জিনিস যা কোন মেশিন দিয়ে তৈরি করা যায় না, মানুষের প্রয়োজনে মানুষকে এগিয়ে আসতে হয় রক্ত দানের মতো মহৎ উদ্দেশ্যে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাঁকুড়া জেলার সব ব্লাড ব্যাংক গুলি কার্যত রক্তশূন্য। ইতিমধ্যেই ইতিমধ্যেই ইতিমধ্যেই জেলাজুড়ে ঘটে গেছে অনেক পথদুর্ঘটনা, রক্তের রক্তের অভাবে প্রান গেছে হয়েছে অনেককে। বর্তমানে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় তাই সচেষ্ট জেলা পুলিশ। আজ বাঁকুড়া সদর থানায় বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করা হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা, ডি এস পি ডি এন্ড টি সুপ্রকাশ দাস, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, ভাইসচেয়ারম্যান হীরন চট্টরাজ, সদর আইসি দেবাশীষ পান্ডা সহ আরো অনেকে। CONTINUE READING
MORE NEWS – Parulia Rajpara গ্রামে গ্রামে গিয়ে সমস্যা সমাধান করছেন যুব সভাপতি গৌতম অধিকারী।
বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- সামনে পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উন্নয়নের পথে ১১বছর পূরন হওয়ার ফলে ১১বছর পূর্তি উপলক্ষ্যে এই প্রচার । ডা: হা: ১নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারীর নেতৃত্বে পারুলিয়া অঞ্চলে (Parulia Rajpara) সকল মানুষের তাদের সমস্যা সমাধান করতে রাজপাড়া,শেখ পাড়া সহ প্রত্যেক পাড়ায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হাজির হয়। CONTINUE READING