Saturday, December 7, 2024
- Advertisement -

Latest News দৃষ্টিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা মালদা জেলা প্রশাসন ও যুব কল্যাণ দপ্তরের

- Advertisement -

Latest News – দৃষ্টিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা মালদা জেলা প্রশাসন ও যুব কল্যাণ দপ্তরের পরিচালনায়, স্পার্ক মালদার আয়োজনে, মালদা ক্লাবে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যের ১৫০ জন দৃষ্টিহীনদের নিয়ে ২২ শে মার্চ ২০২২ দাবা খেলার শুভ উদ্বোধন করা হয়। শেষ দিন ২৫ শে মার্চ দৃষ্টিহীনদের সাথে দৃষ্টিমানদের দাবার লড়াই দেখা যাবে। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন আর পি রায় মেমোরিয়াল ব্লাইন্ড স্কুলের ছাত্র-ছাত্রীরা। শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক মালদা মাননীয় ভৈবব চৌধুরী মহাশয়, সদর মহকুমা শাসক মালদা মাননীয় সুরেশ রানো মহাশয়, জেলা যুব আধিকারিক অরুণ কুমার সরদার মহাশয়, মালদা ক্লাবের যুগ্ম সম্পাদক বিনীত আগরতলা,

হর্টিকালচার উদ্যানপালন বিভাগের উপ অধিকর্তা মাননীয় সামন্ত লায়েক, ডিভিশনাল ফরেস্ট অফিসার মালদা বি সিদ্ধার্থ মহাশয়, রেড ক্রস মালদার সম্পাদক ডাঃ ডি সরকার, স্পার্ক মালদার অফিস সম্পাদক তিলক সরকার, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, জাগরণ মালদার সম্পাদক শুভজিৎ দাস প্রমূখ. সকলকে ধন্যবাদ জানান স্পার্কের সভাপতি মোহম্মদ হাবিবুল্লা মহাশয়।

Latest News দৃষ্টিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা মালদা জেলা প্রশাসন ও যুব কল্যাণ দপ্তরের

Latest News দৃষ্টিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা মালদা জেলা প্রশাসন ও যুব কল্যাণ দপ্তরের

More News – আন্তর্জাতিকস্তরের সৌন্দর্য্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেলেন পশ্চিম মেদিনীপুরের অর্চিষা

শুভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর :- আন্তর্জাতিক স্তরে ফের বাংলার মুখ উজ্জ্বল করল পশ্চিম মেদিনীপুরের আর এক বাঙালি কন্যা। কয়েক দিন আগেই মুম্বাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিকস্তরের সৌন্দর্য্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে মেদিনীপুর জেলা তথা গোটা বাংলাকে গর্বিত করল বছর কুড়ির তরুণী অর্চিষা পরাশর। ইন্টারন্যাশানাল গ্ল্যাম আইকন- ২০২১ শিরোনামের সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মাতকাত পুরের বাসিন্দা অর্চিষা পরাশর।

এই সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি “ফার্স্ট রানার আপ” অর্থাৎ দ্বিতীয় নির্বাচিত হয়েছেন। মুম্বাইয়ের বিলাস বহুল ক্লাব এর্মাল্যান্ডে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল গ্ল্যাম আইকন-২০২১, সৌন্দর্য প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের প্রতিযোগী হিসেবে গত ১৮ অক্টোবর অংশ নিয়েছিলেন অর্চিষা। ওই দিনই প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, হিন্দি চলচ্চিত্র ও সিরিয়াল জগতের অভিনেতা ও সঞ্চালক আমন বর্মা, রাজা মুরাদ, সিমরান আহুজা, গৌরব দেশমুখ প্রমুখ সাংস্কৃতিক জগতের বিশিষ্ট জনেরা। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments