Tv20 Bangla:- উত্তর ২৪ পরগনা মধ্যমগ্রাম ট্রাফিক পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল সোমবার মধ্যম গ্রাম চৌমাথায়। এদিন পথ চলতি হেলমেট বিহীন বাইক আরোহীদেরকে দার করিয়ে প্রথমে তাদেরকে সচেতন করা হয় এবং পরে তাদেরকে হেলমেট পড়িয়ে দেওয়া হয়, মধ্যমগ্রাম ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি চরচাকা গাড়ি থামিয়ে তাদেরকে সিটবেলট পড়তে বলা হয় এবং তাদেরকেও সচেতন করা হয়। এই সচেতনতা শিবিরের পাশাপাশি সোমবার সপ্তাহের প্রথম দিন মধ্যমগ্রাম ট্রাফিক পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও সাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বানার্জীর নির্দেশে এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির উদ্দ্যোগ নিচ্ছে রাজ্যের প্রতিটি থানা ও ট্রাফিক গার্ড, যার ফলে দুর্ঘটনার পরিমাণ আগের তুলনায় অনেকটাই কমেছে বলে জানান ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। Madhyamgram,Madhyamgram
সোমবারের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, উপ পুরপ্রধান প্রকাশ রাহা, মধ্যমগ্রাম পৌরসভার সি আই সি, অরবিন্দ মিত্র, ডি এস পি, হেড কোয়ার্টার দেবাশিস সরকার, ও ডি এস পি, ট্রাফিক নীহার রঞ্জন রায়, তৎসহ উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশ, মধ্যমগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক পিনাকী রায় মধ্যমগ্রাম ট্রাফিক ওসি গদাধর সিংহ রায় সহ আরো অন্যান্য পুলিশ আধিকারিকরা।
Madhyamgram মধ্যমগ্রাম ট্রাফিক পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল সোমবার মধ্যমগ্রামে।
MORE NEWS – Dadagiri দাদাগিরি মঞ্চ কাঁপিয়ে দাদাগিরি ট্রফি জয় করে আনল জয়পুরের গৃহবধূ মাম্পি মন্ডল।
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- দাদার সঙ্গে দাদাগিরি মঞ্চ কাঁপিয়ে দাদাগিরি ট্রফি জয় করে আনল বাঁকুড়ার জয়পুরের গৃহবধূ মাম্পি মন্ডল। মাম্পির এই কৃতিত্বের খুশি তার পরিবারের সদস্যরা সহ গোটা জয়পুরবাসী। দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলীকে সামনাসামনি দেখার এবং তার সঙ্গে খেলার ঘোর যেন এখনো কাটছে না জয়পুরের বনলতা রিসোর্ট এর মালিক মহাদেব মন্ডলের পুত্রবধূ মাম্পি মন্ডলের। মাম্পির আশা দাদাগিরির প্লাটফর্মে বনলতা রিসোর্ট এর নাম ছড়িয়ে দেওয়ায় তাদের এই রিসোর্ট ভারতবর্ষের মানুষের পরিচিত হয়ে উঠবে। শ্বশুরমশাই মহাদেব মণ্ডল অক্লান্ত পরিশ্রম করে এই রিসোর্ট দাঁড় করিয়েছেন। পরে মহাদেববাবুকে সাহায্য করতে এগিয়ে আসে তার ছেলে অমিত মন্ডল। মাম্পির কোথায় ‘আমার শ্বশুরমশাই আর স্বামীর স্বপ্ন এই বনলতা রিসোর্ট। আমিও চাই আমাদের রিসোর্টের নাম রাজ্য ছেড়ে গোটা দেশে ছড়িয়ে পড়ুক। CONTINUE READING