Wednesday, December 4, 2024
- Advertisement -

Manickchak একাধিক প্রকল্পের শিলান্যাস মানিকচকে।

- Advertisement -

মানিকচক:- বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্ররেণায় মানিকচক (Manickchak) ব্লক জুড়ে একাধিক প্রকল্পের শিলান্যাস। জানা গেছে,উওরবঙ্গ উন্নয়ন দপ্তরের আনুমানিক ৪ কোটি ০১ লক্ষ্য ১১ হাজার ৪৯৮,০০ টাকা ব্যয়ে মানিকচকের (Manickchak) বিভিন্ন এলাকায় ঢালাই রাস্তা নির্মাণ, মানিকচকের মথুরাপুর ফুটবল মাঠ এবং ভূতনী মাঠে ওয়াল নির্মান, রুম,টয়লেট সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদ সভাধিপতি এটি এম রফিকুল হোসেন, হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তজমূল হোসেন, মানিকচক (Manickchak) বিধানসভার বিধায়িকা সাবিএী মিএ, মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বকশি,সমর মুখার্জী,মানিকচক থানার আইসি অক্ষয় পাল,ভূতনী থানার ওসি কুণাল কান্তি দাস, মোয়াজ্জেম হোসেন সহ প্রশাসনিক আধিকারিক গণ।এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Manickchak একাধিক প্রকল্পের শিলান্যাস মানিকচকে।

MORE NEWS – Kalbaishakhi কালবৈশাখী ঝড়ের তান্ডব, পাণ্ডবেশ্বর থানার শ্যামলা অঞ্চলের ছত্রিশগন্ডা গ্রামে।

জামুড়িয়া, পশ্চিম বর্ধমান:- কালবৈশাখী (Kalbaishakhi) ঝড়ের তান্ডব এর কারণে এক ব্যক্তির বাড়ির টিনের চাল ভেঙ্গে যাওয়ায় বাড়িটিতে বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত শ্যামলা অঞ্চলের ছত্রিশগন্ডা গ্রামে। জানা গেছে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম কেশব বাধ্যকর। স্থানীয় বাসিন্দা সন্তোষ বাধ্যকর জানান যে, হঠাৎ করে চারটে নাগাদ বিপুল বেগে ঝড় শুরু হয়, এই ঝড়ের কারণেই বাড়ির টিনের চাল উড়ে যায় এবং বাড়ির খাট বিছানা থেকে শুরু করে সবকিছুই ভিজে লন্ডভন্ড হয়ে যায়। কোন রকমে পালিয়ে প্রাণে বাঁচেন কেশব। তিনি জানান কেশব একা থাকেন, তার মা ছিলো কিছুদিন আগেই গত হয়েছেন। তার পরিবারে এখন তিনি একাই, তিনি শারীরিক দিক দিয়েও অসুস্থ। CONTINUE READING

MORE NEWS – Nadia Shantipur বিদ্যুৎপৃষ্ট হয়ে শরীরের একাধিক অংশ ঝলসে যায় এক শ্রমিকের।

Tv20 Bangla:- হাই ড্রেনের কাজ চলাকালীন মাটির তলা দিয়ে যাওয়া আর্থিং এর তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঝলসে গেল এক শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি নদীয়ার শান্তিপুরের (Nadia Shantipur) বড়বাজার রথ তলা এলাকায়। জানা যায় শান্তিপুর পৌরসভার উদ্যোগে ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই হাই ড্রেনের কাজ চলছিল, আজও সকাল থেকেই চলছিল কাজ। হাইড্রেন তৈরির কাজে ভিন জেলা থেকে অনেক শ্রমিক আসে কাজ করতে, আজ হাইড্রেন তৈরীর কাজ চলাকালীন হঠাৎই মাটির নিচে দিয়ে যাওয়া আর্থিং এর তারে পা লাগে ফটিক নামে এক শ্রমিকের। এর পরেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই শ্রমিকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়, CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments