Tv20 Bangla:- পৃথিবীর অন্যতম প্রধান Mobile Phone নির্মাতা সংস্থা অ্যাপেল। কিন্তু সেই অ্যাপেলের তৈরি একাধিক যন্ত্রই নাকি বিগড়ে দিতে পারে হৃদ্যন্ত্রের সমস্যায় ভোগা মানুষদের পেসমেকার। অন্তত এমনটাই দাবি করলেন সুইৎজারল্যান্ডের কিছু গবেষক।গবেষকদের দাবি, শুধু আইফোনই নয়, এয়ারপড চার্জ দেওয়ার বাক্স ও অ্যাপেল পেন্সিলের মতো সামগ্রীও বিপজ্জনক হতে পারে কৃত্রিম হৃদ্যন্ত্রের পক্ষে। বিশেষজ্ঞরা বলছেন, মূলত ‘এসএ নোড’ ও ‘এভি নোড’ নামক অংশ থেকেই হৃদ্স্পন্দন তৈরি হয়। হৃদ্যন্ত্রের সমস্যায় এই অংশগুলি ঠিক ভাবে কাজ না করতে পারলে কৃত্রিম হৃদ্যন্ত্র বা পেসমেকার বসানোর প্রয়োজন হয়। এই যন্ত্রে একটি ব্যাটারি থাকে যা বৈদ্যুতিক তরঙ্গ তৈরির মাধ্যমে হৃদ্স্পন্দনের হার বজায় রাখে। গবেষকদের দাবি, আইফোন ১২ প্রো-ম্যাক্স কিংবা এয়ারপড চার্জ দেওয়ার মতো যন্ত্রগুলিতে যে চুম্বক থাকে তা পেসমেকারের ‘পাল্স জেনারেটরের’ কাজে বিঘ্ন ঘটায়। ফলে বুকপকেটে এই ধরনের যন্ত্র রাখলে ঘটতে পারে বিপদ। Mobile Phone
Mobile Phone মোবাইল ফোন বিগড়ে দিতে পারে হৃদ্যন্ত্রের সমস্যায় ভোগা মানুষদের পেসমেকার।
MORE NEWS – কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী উদযাপিত হলো ক্রান্তি পুলিশ ফাঁড়িতে।
ময়নাগুড়ি, কনক অধিকারী:- সোমবার , কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিনেই ক্রান্তি পুলিশ প্রশাসনের ঐকান্তিক উদ্যোগে “পাশে আছি” আত্মপ্রকাশ পেল। এদিনের অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন বিশিষ্ট সমাজসেবী পদ্মশ্রী করিমুল হক, ক্রান্তি বিডিও প্রবীর কুমার সিংহ, ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি সুব্রত গুণ। অনুষ্ঠানে উপস্থিত থেকে পদ্মশ্রী করিমুল হক ও ক্রান্তি বিডিও প্রবীর কুমার সিংহ, বলেন ক্রান্তি ফাঁড়ির “পাশে আছি” বার্তার মাধ্যমে যে খাবার আয়োজন উদ্যোগ নিয়েছেন ক্রান্তি পুলিশ প্রশাসন তার জন্য ধন্যবাদ জানালেন। ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি সুব্রত গুন জানালেন, আজকের দুস্থ মানুষদের দুপুরের আহার এর ব্যবস্থা করা হয়েছে আজকে ৬০ জন খেয়েছেন, CONTINUE READING
বাড়ির ভেতরে কুয়ার মধ্য থেকে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বেসরকারি বাস, আহত কমপক্ষে ৩০ জন যাত্রী।
মাতৃদিবসে ক্যালিফোর্নিয়ার বাড়িতে নরম রোদে মেয়েকে তুলে ধরলেন অভিনেত্রী।
রবীন্দ্রনাথ ঠাকুরের জম্মজয়ন্তী পালন করল, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।
TV20 বাংলা খবরের জেরে অসহায় পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।