Wednesday, December 4, 2024
- Advertisement -

MP Soumitra Khan আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবিতে সরব বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

- Advertisement -

Tv20 Bangla:- রাজ্যে ২৩ টি জেলা ভেঙে ৪৬ টি জেলা করা হলে কেন আমরা আলাদা জঙ্গলমহল রাজ্য চাইবো না। কলকাতা যেভাবে জঙ্গলমহলকে সবদিক থেকে বঞ্চিত করে চলেছে তাতে আমি জঙ্গলমহল রাজ্যের দাবির পক্ষে সহমত। এ ব্যাপারে আমি কেন্দ্রের কাছে দাবি জানাব। আজ বিজেপির বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এভাবেই রাজ্য ভাগের পক্ষে সওয়াল করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (MP Soumitra Khan)। সৌমিত্র খাঁ এদিন বলেন, আমাদের এলাকার বালি, পাথর নিয়ে কলকাতায় বাবুদের বাড়ি গড়ে তোলা হচ্ছে। আর বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও আসানসোল জেলার স্থানীয় মানুষেরা দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন।

বাঁকুড়া, পুরুলিয়ার মানুষেরা চাকরী পাচ্ছে না। এই অবস্থায় রাঢ় বঙ্গকে পশ্চিমবঙ্গের মধ্যে রাখার কোনো মানে হয়না। তাই রাঢ় বাংলাকে আলাদা রাজ্য করার কথা চিন্তা ভাবনা করা প্রয়োজন। সাংসদ সৌমিত্র খাঁ এদিন বলেন বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও আসানসোলকে নিয়ে আলাদা জঙ্গলমহল রাজ্য গঠিত হলে আমরা এই এলাকার মানুষকে আরো ভালো পরিসেবা দিতে পারব।

MP Soumitra Khan আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবিতে সরব বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

MORE NEWS – Shantipur Thana গৃহস্থ বাড়ির ঘরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য।

Tv20 Bangla:- ৬৫ বছরের বৃদ্ধা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ঘরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। পরিবারের দাবি তাদের বসবাসকারী জায়গাটুকু এলাকার বেশ কিছু লোকজন কেনার চেষ্টা করলে বিক্রি না করতে রাজি হওয়ায় চক্রান্ত করে এই চুরির ঘটনা। ঘটনাটি শান্তিপুর থানা (Shantipur Thana) এলাকার ১২ নম্বর ওয়ার্ডের বেজপাড়া এলাকায়। জানা যায় ওই এলাকার বাসিন্দা চন্দ্রা নাগ বয়স ৬৫ তার তিন ছেলে মেয়ের মধ্যে ছেলে মারা যায় বেশ কয়েক বছর আগে। দুই মেয়ের বিবাহ হওয়ার পরে মাঝেমধ্যে গিয়ে মেয়েদের বাড়িতে গিয়ে থাকেন ওই বৃদ্ধা। গত কয়েকদিন আগে শান্তিপুর সুত্রাগড় অঞ্চলে তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। সোমবার ওই বৃদ্ধা ও তার মেয়ে বাড়িতে এসে ঘরের দরজা খুলতেই দেখে ঘরের ভিতরে সিলিং ফ্যান, কাঁসার বাসন পত্র সব চুরি হয়ে যায় এবং আলমারিতে রাখা প্রায় পাঁচ হাজার নগদ টাকা উধাও, এর পরেই মাথায় হাত বৃদ্ধাসহ তার মেয়ের। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments