নিশীথ দাস TV-20 বাংলা:- রাজ্যে একের পর এক ঘটনায় ফুটে উঠেছে গোয়েন্দাদের ব্যর্থতার কথা। তাতে মুখ পুড়েছে সরকারের। গোয়েন্দাদের তথ্য দ্রুত জোগাড় করতে তাই এবার পুলিশকে সাংবাদিকদের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সঙ্গে রাজ্যের বিভিন্ন থানায় জমা পড়া ভুয়ো অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠনের নির্দেশ দিলেন তিনি। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘পুলিশের কাছে সব তথ্য সঠিক সময় এসে পৌঁছচ্ছে না। সাংবাদিকদের কাছে অনেক আগেই খবর পৌঁছে যায়। জেলায় জেলায় অনেক গরিব সাংবাদিক রয়েছেন। যারা ঠিকমতো তাদের মাইনে পান না। দরকার হলে তাদের সোর্স হিসাবে ব্যবহার করুন আপনারা। প্রতিটি ব্লকে এদের তালিকা তৈরি করুন।’একই সঙ্গে রাজ্যের বিভিন্ন থানায় জমা পড়া ভুয়ো এফআইআর খতিয়ে দেখার জন্য পুলিশের ডিজি মনোজ মালব্যের নেতৃত্বে একটি কমিটি তৈরির কথা বলেন মুখ্যমন্ত্রী। Nabanna,Nabanna
তিনি এও বলেন, কোনও এফআইআর দায়ের হলেই কেস দিয়ে দেবে না। আগে ঘটনার তদন্ত করে দেখতে হবে এফআইআর সঠিক কি না। পাশাপাশি বেআইনি বালি খনন, গাছ কাটা ও দুর্নীতির বিরুদ্ধে ফের পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী।দুর্নীতির ঘটনা হলে রাজনীতির রঙ না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘরে, বুধবার সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন। যাতে নির্ভয়ে মানুষ থানায় গিয়ে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও পঞ্চায়েতের কাজ হোক বা পুরসভা –বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিতে সরব হয়েছেন বিরোধী দলের পাশাপাশি শাসক দলেরও একাংশ। তার বিরুদ্ধে এবার ফের কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
Nabanna নবান্ন সভাঘর থেকে পুলিশকে সাংবাদিকদের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
MORE NEWS – মালদা জেলার মালতিপুর বিধানসভা কেন্দ্রের ভাকরি অঞ্চলে ভয়াবহ অগ্নিকান্ড।
মালদহ:- আজ মালদা জেলার মালতিপুর বিধানসভা কেন্দ্রের ভাকরি অঞ্চলের গোরাকপুর গ্রামের বাসিন্দা জাহানারা বেওয়ার বসতবাড়ি ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত এবং বাড়িতে থাকা সকল আসবাবপত্র। জীবনের সবটুকুই কাজে লাগিয়ে রাত দিন এক করে তিল তিল করে, CONTINUE READING