Tv20 Bangla:- হাই ড্রেনের কাজ চলাকালীন মাটির তলা দিয়ে যাওয়া আর্থিং এর তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঝলসে গেল এক শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি নদীয়ার শান্তিপুরের (Nadia Shantipur) বড়বাজার রথ তলা এলাকায়। জানা যায় শান্তিপুর পৌরসভার উদ্যোগে ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই হাই ড্রেনের কাজ চলছিল, আজও সকাল থেকেই চলছিল কাজ। হাইড্রেন তৈরির কাজে ভিন জেলা থেকে অনেক শ্রমিক আসে কাজ করতে, আজ হাইড্রেন তৈরীর কাজ চলাকালীন হঠাৎই মাটির নিচে দিয়ে যাওয়া আর্থিং এর তারে পা লাগে ফটিক নামে এক শ্রমিকের। এর পরেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই শ্রমিকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়, গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি ওই শ্রমিককে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। জানা যায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই শ্রমিক।
তবে ওই শ্রমিকের সাথে আরো দুই শ্রমিক ছিল তারাও বিদ্যুৎপৃষ্ঠ হয়, তবে তাদের সেই ভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্বভাবতই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। হাইড্রেন তৈরির ঠিকে দার জানান, যখন হাইড্রেন তৈরীর কাজ চলছিল তখন ওই আর্থিং এর তার লক্ষ্য করিনি শ্রমিকরা। ওই আর্থিং এর তারে লেগেই বিদ্যুৎপৃষ্ট হয়ে এই ঘটনা ঘটে শ্রমিকের। যদিও আর্থিং এর তারটি রাস্তার পাশে বসানো বৈদ্যুতিক খুঁটির তার বলে জানা যায়। তবে অল্পের জন্য বেঁচে যায় ওই শ্রমিক।
Nadia Shantipur বিদ্যুৎপৃষ্ট হয়ে শরীরের একাধিক অংশ ঝলসে যায় এক শ্রমিকের।
MORE NEWS – Kalbaishakhi কালবৈশাখী ঝড়ের তান্ডব, পাণ্ডবেশ্বর থানার শ্যামলা অঞ্চলের ছত্রিশগন্ডা গ্রামে।
জামুড়িয়া, পশ্চিম বর্ধমান:- কালবৈশাখী (Kalbaishakhi) ঝড়ের তান্ডব এর কারণে এক ব্যক্তির বাড়ির টিনের চাল ভেঙ্গে যাওয়ায় বাড়িটিতে বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত শ্যামলা অঞ্চলের ছত্রিশগন্ডা গ্রামে। জানা গেছে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম কেশব বাধ্যকর। স্থানীয় বাসিন্দা সন্তোষ বাধ্যকর জানান যে, হঠাৎ করে চারটে নাগাদ বিপুল বেগে ঝড় শুরু হয়, এই ঝড়ের কারণেই বাড়ির টিনের চাল উড়ে যায় এবং বাড়ির খাট বিছানা থেকে শুরু করে সবকিছুই ভিজে লন্ডভন্ড হয়ে যায়। কোন রকমে পালিয়ে প্রাণে বাঁচেন কেশব। তিনি জানান কেশব একা থাকেন, তার মা ছিলো কিছুদিন আগেই গত হয়েছেন। তার পরিবারে এখন তিনি একাই, তিনি শারীরিক দিক দিয়েও অসুস্থ। CONTINUE READING