নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- ওন্দা থানার (Onda Thana) খামারবেড়িয়া এলাকায় মঙ্গলবার ভোরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পুলিশ সূত্রে জানতে পারা যায়, মৃত ওই বৃদ্ধার নাম পুষ্পা বাউরী । বয়স 70 বছর। বাড়ি ওন্দা থানার খামারবেড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, আদ্রা খড়গপুর রেললাইন পারাপারের সময় খামারবেড়িয়া এলাকায় ট্রেনের হর্ন শুনতে পাননি তিনি এবং তখনই ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Onda Thana ওন্দা থানার খামারবেড়িয়া এলাকায় মঙ্গলবার ভোরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার।
MORE NEWS – Bhikhahar Bridasshram গঙ্গারামপুরের এক সহৃদয় যুবক, জন্মদিন একটু অন্য ভাবে পালন করলেন।
দক্ষিন দিনাজপুরঃ- নিজের ২৯ তম জন্মদিন একটু অন্য ভাবে পালন করলেন দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এক সহৃদয় যুবক। সোমবার নিজের ২৯ তম জন্মদিন দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত তপনের ভিখাহার বৃদ্ধাশ্রমের (Bhikhahar Bridasshram) সকলকে সাথে নিয়ে জন্মদিন পালন করলেন গঙ্গারামপুরের যুবক গৌরব কুন্ডু। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন বৃদ্ধাশ্রম গলির মধ্যে উল্লেখযোগ্য তপন থানার অন্তর্গত ভিকাহারের বৃদ্ধাশ্রম। বিগত দুবছর ধরে করণা মহামারীর কারণে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন হাত গুটিয়ে নিয়েছে, CONTINUE READING
MORE NEWS – Habibpur Assembly হবিবপুর বিধানসভা কেন্দ্রে সংগঠনকে শক্ত করতে আসরে নামল ব্লক নেতৃত্ব।
মালদাঃ- পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে হবিবপুর বিধানসভা (Habibpur Assembly) কেন্দ্রে সংগঠনকে শক্ত করতে আসরে নামল ব্লক নেতৃত্বদের সাথে নিয়ে জেলা এবং প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। রবিবার বিকেলে প্রথমে বামনগোলার পাকুয়াহাটে এবং পরে হবিবপুরের কেন্দপুকুরে কর্মীসভা করলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ এর রাজ্য কো-অর্ডিনেটর মোস্তাক আলম।সঙ্গে ছিলেন রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ্যর মালদা জেলা কো-অর্ডিনেটর মাসুদ আলম। এছাড়াও ছিলেন কংগ্রেসের নেতৃত্ব বিশ্বনাথ রায়,সারোয়ার জাহান, অর্জুন হালদার সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। CONTINUE READING
Shantipur Hospital বিকল্প ব্যবস্থা না করেই শান্তিপুর হাসপাতালের তুঘলকি পদক্ষেপ।
Akhil bharatiya adivasi vikas Parishadএর ডাকে একটি মিছিল ও সভার আয়োজন করা হয়।