Tuesday, March 18, 2025
- Advertisement -

Onda Thana বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ওন্দা থানা আয়োজিত রক্তদান শিবির।

- Advertisement -

Tv20 Bangla:- বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ওন্দা থানা (Onda Thana) আয়োজিত রক্তদান শিবির 25 শে মে 2022গ্রীষ্মের প্রবল দাবদাহে এর ফলে ব্লাড ব্যাংকে দেখা যায় রক্তশূন্যতা। রক্তের মত অমূল্য সম্পদের ধারাবাহিক যোগান সচল রাখতে ওন্দার থানার মানবিক পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। আজ ওন্দা থানা প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এতে একজন মহিলা সহ মোট 82 জন রক্ত দাতা রক্ত দান করেছেন। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসনের ডিএসপি ডিএনটি মাননীয় সুপ্রকাশ দাস মহাশয়, ওন্দা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শুভঙ্কর ভট্টাচার্য মহাশয়,বি এল এন্ড এল আর ও ওন্দা মাননীয় অভিজিৎ দাস মহাশয়।অনুষ্ঠানটির পৌরোহিত্য করেন ওন্দা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় শ্রী যাধওয়ার অভিনাশ ভিমরাও আইপিএস মহাশয়। প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। ওন্দা এলাকার বিশ্বরূপ ঘোষ, সোমনাথ সেন ও সুদীপন পাল জানান মানবিক পুলিশ এর এহেন ধারাবাহিক সমাজসেবামূলক কাজে ওন্দাবাসীগণ খুবই খুশি।

Onda Thana বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ওন্দা থানা আয়োজিত রক্তদান শিবির।

MORE NEWS – সড়ক দুর্ঘটনায় পা হারানো শিশু জান্নাতের পাশে পুনাক সভানেত্রী।

মুকিতুর রহমানঃ- এখন স্কুলে থাকার কথা তার। বন্ধুদের সাথে খেলাধুলা করা, হৈচৈ আর ঘুরে বেড়ানোর সময়। এসবের কিছুই করতে পারছে না সে। শুয়ে আছে হাসপাতালের বেডে। এভাবেই দিন কাটছে ছোট্ট জান্নাতের। আকুতিভরা কন্ঠে আট বছর বয়সী জান্নাত মা-বাবার কাছে জানতে চায়, কবে নিজের পায়ে ভর করে দাঁড়াতে পারবে, স্বাধীনভাবে হাঁটতে পারবে, ছোটাছুটি করতে পারবে। যেভাবেই হোক কৃত্রিম পা হলেও নিজের পায়ে হাঁটতে চায় জান্নাত। চার বছর আগে সিএনজিতে বাড়ি ফেরার পথে পুরো পরিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছে বলে জানান সিলেটের জৈয়ন্তা থানার চিকনাগুল গ্রামের অধিবাসী জান্নাতের দিনমজুর পিতা কয়েস আহমেদ। ট্রাকের ধাক্কায় তাদেরকে বহনকারী সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। মুহূর্তেই ছোট্ট জান্নাতের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। তখন থেকেই জান্নাতকে ক্র্যাচে ভর করে চলতে হয়, মাদ্রাসায় যেতে হয়। CONTINUE READING

Harischandrapur Thana নিখোঁজ হওয়ার ১০ দিন পর অপহৃত ব্যক্তির দেহ উদ্ধার।

Nadia নদীয়ায় ৭২ ঘণ্টা পেরোলেও খোজ মিললো না নাবালিকার, উৎকণ্ঠায় পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments