Monday, January 13, 2025
- Advertisement -

Pandabeswar পাণ্ডবেশ্বরের প্রাচীনতম দেবদেবীর মন্দিরের প্রান প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়।

- Advertisement -

পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান:- পাণ্ডবেশ্বরের নতুন শোনপুরে ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়।
খনি সম্প্রসারণ এর কারনে সোনপুর গ্রামের বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া হয় হরিপুর সংলগ্ন এলাকায়। এলাকাটির নামকরণ হয় নতুন সোনপুর নামে। পুরনো গ্রাম থেকে দেব দেবীদের এনে নতুন গ্রামে প্রাণ প্রতিষ্ঠা করা হয় মঙ্গলবার। তাই নতুন সোনপুর গ্রামে সপ্তাহব্যাপী ধর্মের অনুষ্ঠান চলছে। শুক্রবার সেই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন আসানসোলের প্রাপ্তন এমপি ও বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় সাথে ছিলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা। এই ধর্মীয় অনুষ্ঠান থেকে বাবুল সুপ্রিয়কে শপথ গ্রহণের প্রশ্ন করতে তিনি বললেন ট্রেনের রিজার্ভেশন পাক্কা ব্রাথ নম্বরপত্র সেটাও আমি জানি ছোট থেকে দেখে আসছি ট্রেন লেট হয়। Pandabeswar,Pandabeswar,Pandabeswar

বিভিন্ন কারণে তার জন্য প্লাটফর্মে ওয়েট করি এটা ওটা খাই লুচি তরকারি যেটা ট্রেনে খাওয়ার কথা সেটা স্টেশনে বসে খেয়ে নি। এখন ট্রেন লেট হচ্ছে তাই আমি ওয়েট করছি। কোথায় যেতে হবে সেটাও আমি জানি আর ওই ট্রেনে যেতে হবে সেটাও কনফার্ম ,সিট কনফার্ম কেন দেরি করছে সেটা উনি বলতে পারবেন। স্পিকার সাহেব কে কেন বাইপাস করে অসীম বাবু কে চিঠি দেয়া হচ্ছে অসীম বাবু যদি চিঠিটা পান তাহলে তিনি সবিনয়ে তা প্রত্যাখ্যান করবেন।

Pandabeswar পাণ্ডবেশ্বরের প্রাচীনতম দেবদেবীর মন্দিরের প্রান প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়।

MORE NEWS – হেরিটেজ শহর নবদ্বীপ ধামের রেল স্টেশনে সুন্দার্যায়ন ও আধুনিক ফুটওভার ব্রিজের কাজ চলছে দ্রুত গতিতে।

নদীয়া:-  শ্রীচৈতন্য জন্মভূমি এই নবদ্বীপ ধাম। বর্তমানে যা হেরিটেজ সিটি র তকমা পেয়েছে,। ভারত বর্ষ তথা গোটা বিশ্বের থেকে আতগ সারাবছরই কম বেশি পর্যটক ও তীর্থ যাত্রীদের সমাগম লেগেই থাকে এই শহরের। আর এই শহরে যাতায়াতের অন্যতম ও প্রধান যোগাযোগের মাধ্যম রেল পরিসেবা। নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন হলো পূর্ব রেল জোনের ব্যান্ডেল কাটোয়া রেল শাখার একটি অন্যতম রেলওয়ে স্টেশন। নবদ্বীপ ধাম স্টেশন কে ইতিমধ্যেই মডেল স্টেশনে রূপান্তরিত করা হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে নবদ্বীপ ধাম রেল স্টেশনে আরেকটি নতুন আধুনিক ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ সহ অন্যান্য সুন্দার্যায়নের কাজ লছে দ্রুত গতিতে। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments